Bangladesh: ঘরে প্রবল চাপ, সেই ভারতকেই পাশে চাইছেন ইউনূস! নিজেই লিখলেন সে কথা…

Bangladesh: ভারত ও বাংলাদেশ- দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে বলেই আশা প্রকাশ করেন ইউনূস।

Bangladesh: ঘরে প্রবল চাপ, সেই ভারতকেই পাশে চাইছেন ইউনূস! নিজেই লিখলেন সে কথা...
ফাইল চিত্র।Image Credit source: X

|

Jun 09, 2025 | 7:16 AM

নয়া দিল্লি: সুমধুর, বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নিজে হাতে নষ্ট করেছে বাংলাদেশ। বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্কে একটা চাপান-উতোর রয়েই গিয়েছে। তবুও সৌজন্য রক্ষায় খামতি রাখল না ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সাধারণ মানুষকে পবিত্র ইদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠি লিখে মহম্মদ ইউনূসকে শুভেচ্ছো জানান তিনি। প্রত্যুত্তরে চিঠি লেখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও।

গত ৪ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইদের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে ইউনূসকে চিঠি লেখেন। তাতে লেখা ছিল, “সকল ভারতীয় ও ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের মানুষকে পবিত্র ইদের শুভেচ্ছা জানাচ্ছি।”

চিঠিতে তিনি এই উৎসবের সাংস্কৃতিক গুরুত্ব যেমন তুলে ধরেন, তেমনই আত্মত্যাগ, সৌভ্রাতৃত্ব ও সহানুভূতির কথাও মনে করিয়ে দেন। মহম্মদ ইউনূসের সুস্বাস্থ্যের কামনাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর এই চিঠির জবাবে গত ৬ জুন মহম্মদ ইউনূসও পাল্টা চিঠি লেখেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তার জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে লেখেন, “ইদ-উল-আজহা সকলকে একসঙ্গে আনে…বিশ্বের সকলের উন্নতির জন্য আমাদের সবাইকে অনুপ্রাণিত করে একসঙ্গে কাজ করার। ”

ভারত ও বাংলাদেশ- দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে বলেই আশা প্রকাশ করেন ইউনূস। তিনি লেখেন, “আমি আত্মবিশ্বাসী যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া আমাদের দুই দেশকে নিজেদের মানুষের জন্য একসঙ্গে কাজ করার পথ দেখাবে।”

ভারতেরও সুখ, সম্মৃদ্ধি ও শান্তির কামনা করেন মহম্মদ ইউনূস।

প্রসঙ্গত, গত বছর বাংলাদেশে আন্দোলন ও শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে ক্রমে অবনতি হয়েছে। একদিকে যেমন বাংলাদেশে নৃশংস অত্যাচারের শিকার হয়েছেন হিন্দু ও সংখ্যালঘুরা। অন্যদিকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানও অস্বীকার করার চেষ্টা করেছে।