নয়া দিল্লি: সবার উপরে মানুষ সত্য! রাজনৈতিক মতাদর্শে পার্থক্য রয়েছে। তবে সৌজন্যতায় খামতি নেই। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালেই প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে ৭৮ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সনিয়া গান্ধীকে দেওয়া শুভেচ্ছাবার্তায় কী লিখেছেন নমো?
সনিয়া গান্ধীর সুস্থতা ও দীর্ঘায়ুর কামনা করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, “সনিয়া গান্ধীজিকে তাঁর জন্মদিনের অভিনন্দন। প্রার্থনা করি, তিনি আরও সুস্থ ও দীর্ঘ জীবন পান।”
Best wishes to Smt. Sonia Gandhi Ji on her birthday. May she be blessed with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 9, 2023
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে থেকে বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর-সহ দলের প্রবীণ নেতারাও সনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দলের সমস্ত নেতা ও কর্মীদের কাছে সনিয়া গান্ধী অনুপ্রেরণা বলে টুইটারে উল্লেখ করেছেন শশী থারুর। আবার কংগ্রেসের কঠিন সময়ে সনিয়া গান্ধী দলকে অসাধারণভাবে পরিচালনা করেছিলেন এবং তিনি ইউপিএ সরকারের স্থপতিকার ও দেশের জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য রেখেছেন বলে উল্লেখ করেছেন কেসি বেণুগোপাল।
Wishing Smt Sonia Gandhi ji a wonderful birthday and a splendid year ahead. She has led @incIndia with great distinction and continues to be an inspiration for all its leaders and workers. Long may she enjoy health & happiness and continue to guide our party & serve our nation. pic.twitter.com/SXitamWJ9I
— Shashi Tharoor (@ShashiTharoor) December 9, 2023
প্রসঙ্গত, গত বছর, সনিয়া গান্ধীর ৭৭ তম জন্মদিন রাজস্থানের রণথম্ভোরে উদযাপিত হয়েছিল। সেই সময় সেখানে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ চলছিল। তাই রণথম্ভোরেই পরিবার ও দলীয় কর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন সনিয়া গান্ধী।