AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘কোনার্কের মূর্তিও মিনি স্কার্ট পরা’, ফ্যাশন ট্রেন্ড নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

National Creators Award: ১৯ বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর জাহ্নবীকে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রচারের জন্য পুরস্কৃত করা হয়। তাঁকে পুরস্কার দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধুনিক ফ্য়াশন ট্রেন্ড ও কোনার্কের স্থাপত্যের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, "দীর্ঘ সময় ধরেই ভারত ফ্যাশনে পথপ্রদর্শক। একশো বছর আগের মূর্তিতেও ফ্যাশন সেন্স ছিল।"

PM Narendra Modi: 'কোনার্কের মূর্তিও মিনি স্কার্ট পরা', ফ্যাশন ট্রেন্ড নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?
নরেন্দ্র মোদী (ফাইল ছবি)Image Credit: PTI
| Updated on: Mar 08, 2024 | 2:50 PM
Share

নয়া দিল্লি: আধুনিক সময়ে দাঁড়িয়ে ছোট পোশাকেই স্বাচ্ছন্দ্য অনেকে। আগে হাঁটুর উপরে জামা উঠলেই সবাই ভুরু কোঁচকাত। এখন সেটাও আর হয় না। মর্ডান মিনি স্কার্টের সঙ্গে এবার ভারতের প্রাচীন সভ্যতার তুলনা টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি কোনার্কের মন্দিরে খোদাই করা স্থাপত্যের সঙ্গে মিনি স্কার্টের তুলনা করলেন।

এ দিন ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “অনেকেই মিনি স্কার্টকে আধুনিকতার প্রতীক বলে মনে করেন। কিন্তু আপনি যদি কোনার্কে যান, তবে শতাব্দী প্রাচীন মন্দিরে আপনারা এমন অনেক মূর্তি দেখতে পাবেন যারা মিনি স্কার্ট পরে রয়েছেন এবং তাদের হাতে পার্স রয়েছে।”

শুক্রবার দিল্লির ভারত মন্ডপমে ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। এই প্রথম এমন সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হল। এই অনুষ্ঠানে ট্রাভেল ভ্লগার কামিয়া জানি থেকে শুরু করে বিয়ারবাইসেপের রণবীর আলাহাবাদিয়া, জাহ্নবী সিং-কে পুরস্কৃত করা হয়।

১৯ বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর জাহ্নবীকে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রচারের জন্য পুরস্কৃত করা হয়। তাঁকে পুরস্কার দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধুনিক ফ্য়াশন ট্রেন্ড ও কোনার্কের স্থাপত্যের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “দীর্ঘ সময় ধরেই ভারত ফ্যাশনে পথপ্রদর্শক। একশো বছর আগের মূর্তিতেও ফ্যাশন সেন্স ছিল।”

বর্তমানের রেডিমেড পোশাকে চল নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় পোশাকের প্রচারের কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিশ্ব বাজারে ভারতীয় ফ্যাশনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ভারতের ঐতিহ্যবাহী পোশাকগুলি বিশ্বে দেশের অনন্য সাংস্কৃতিক পরিচিতিকে তুলে ধরে।