PM Modi: কানাডায় ‘ফলপ্রসূ’ সফর শেষ, জি৭ সম্মেলনে সন্ত্রাস দমন নিয়ে বড় বার্তা মোদীর

PM Modi: ১০ বছর পর কানাডা সফরে গিয়েছেন মোদী। এর আগে ২০১৫ সালে গিয়েছিলেন। এদিন কানাডা সফর শেষে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, "ফলপ্রসূ কানাডা সফর শেষ। জি৭ সম্মেলনের সফল আয়োজনের জন্য কানাডাবাসী ও সেদেশের সরকারকে ধন্যবাদ।"

PM Modi: কানাডায় ফলপ্রসূ সফর শেষ, জি৭ সম্মেলনে সন্ত্রাস দমন নিয়ে বড় বার্তা মোদীর
জি৭ সম্মেলনে যোগ দিতে কানাডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

Jun 18, 2025 | 8:45 AM

নয়াদিল্লি: কানাডায় জি৭ সম্মেলনে সন্ত্রাস দমনে ভারতের অবস্থানের কথা বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানোর জন্য মঙ্গলবার ওই সম্মেলনে রাষ্ট্রনেতাদের ধন্য়বাদও জানান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে ‘মানবতা’-র উপর হামলা বলে মন্তব্য করেন। এদিন জি৭ সম্মেলনের ফাঁকে রাষ্ট্রনেতাদের সঙ্গে পার্শ্ববৈঠকও করেন মোদী। কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ফের মজবুত করার বার্তা দিলেন। কানাডা সফর শেষে জি৭ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য কানাডার সাধারণ মানুষ ও সেদেশের সরকারকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী।

কানানাস্কিসে জি৭ সম্মেলনে যোগ দিতে সোমবার কানাডায় যান মোদী। মঙ্গলবার জি৭ সম্মেলনে যোগ দেন। তারই ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গেও ‘ইতিবাচক ও গঠনমূলক’ বৈঠক হয় মোদীর। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রা জাস্টিন ট্রুডোর আমলে খলিস্তানি জঙ্গিকে হত্যা ঘিরে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছিল। মোদী ও মার্কের বৈঠকে দুই দেশ আবার কূটনৈতিক সম্পর্ককে জোরদার করার বার্তা দিয়েছে।

কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে মেরেছিল জঙ্গিরা। তার ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর আঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্সের বার্তা বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দেয় বহুদলীয় ৭টি প্রতিনিধি দল। জি৭ সম্মেলনে সন্ত্রাসদমনে ভারতের বার্তা স্পষ্ট করে দেন মোদী। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও ডবল স্ট্যান্ডার্ড থাকা উচিত নয়। গত ২২ এপ্রিল যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, তা কেবল পহেলগাঁওয়ের উপর হামলা ছিল না। তা প্রত্যেক ভারতীয়র আত্মা, পরিচয়, মর্যাদার উপর হামলা ছিল। পুরো মানবতার উপর হামলা হয়েছিল।”

১০ বছর পর কানাডা সফরে গিয়েছেন মোদী। এর আগে ২০১৫ সালে গিয়েছিলেন। এদিন কানাডা সফর শেষে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “ফলপ্রসূ কানাডা সফর শেষ। জি৭ সম্মেলনের সফল আয়োজনের জন্য কানাডাবাসী ও সেদেশের সরকারকে ধন্যবাদ। নানা আন্তর্জাতিক ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আন্তর্জাতিক শান্তি, সমৃদ্ধি ও সুস্থিতি বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

কানাডা সফর শেষে ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়ার মাটিতে পা রাখছেন।