TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী
Oct 23, 2022 | 8:04 PM
রবিবার দীপোৎসবে যোগ দিতে অযোধ্যায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে অযোধ্যায় স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।
অযোধ্যায় নেমে প্রথমেই প্রধানমন্ত্রী যান রামলালার মন্দিরে পুজো দিতে। সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়ি বহর যাওয়ার সময়,তাঁকে দুর্দান্তভাবে স্বাগত জানালো অযোধ্যা শহর।
প্রধানমন্ত্রীর যাত্রাপথের দুই পাশেই গার্ডরেল দিয়ে ঘিরে দিয়েছিল পুলিশ। সেই ঘেরাটোপের মধ্যেই ভিড় জমিয়েছলেন অসংখ্য মানুষ।
প্রধানমন্ত্রীকে একবার চাক্ষুস দেখার জন্য, নিজেদের মোবাইল ক্যামেরায় তাঁর ছবি তোলার জন্য, তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
শুধু রাস্তাতেই নয়, রাস্তার ধারে থাকা বাড়িগুলির ছাদেও ভিড় জমিয়েছিলেন জনতা। প্রধানমন্ত্রীকে উদ্দেশে করে ফুল বৃষ্টি করেন তাঁরা।
উৎসাহী জনতা, বিভিন্ন দোকানঘরের ছাদে উঠেও প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা করছিলেন। গাড়ির মধ্য থেকেই প্রধানমন্ত্রীকে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়।
এমনিতেই দীপোৎসব উপলক্ষে আলোয় আলোয় সেজে উঠেছে গোটা শহর। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেই আলোর জৌলুস যেন আরও বেড়েছে।
এর আগে ২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন করেছিলেন প্রধানমন্ত্রী। তারপর এই প্রথম অযোধ্যায় এলেন তিনি। প্রসঙ্গত অযোধ্যাই তাঁর সংসদীয় ক্ষেত্র।