PM Modi-Fumio Kishida: ‘সংযোগ-বাণিজ্যে বাড়াতে হবে সহযোগিতা’, দ্বিপাক্ষিক আলোচনা মোদী-কিশিদার

G-20 Summit: এ দিন জি-২০ সম্মেলনের প্রধান অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জি-২০ সম্মেলনের প্রথম অধিবেশন "ওয়ান আর্থ"-শুরুর আগে দুই রাষ্ট্রনেতা সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

PM Modi-Fumio Kishida: সংযোগ-বাণিজ্যে বাড়াতে হবে সহযোগিতা, দ্বিপাক্ষিক আলোচনা মোদী-কিশিদার
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 09, 2023 | 7:14 PM

নয়া দিল্লি: জি-২০ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Fumio Kishida)। এ দিন সকালে দিল্লির ভারত মন্ডপমে এসে পৌঁছন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। দুই রাষ্ট্রপ্রধানই বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে দুই দেশের মিলিত সহযোগিতার কথা বলেন। দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ক্ষেত্রেও সম্মতি প্রকাশ করেন মোদী-কিশিদা। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এমনই জানানো হয়েছে।

এ দিন জি-২০ সম্মেলনের প্রধান অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ভারতের জি-২০ সভাপতিত্ব ও জাপানের জি-৭ সভাপতিত্বে যে যে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তা নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে (টুইটারের পরিবর্তিত নাম) লেখেন “প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারতের সভাপতিত্বে জি-২০ ও জাপানের সভাপতিত্বে জি-৭ এ কী কী বিষয় নিয়ে আলোচনা-পদক্ষেপ গৃহীত হয়েছে, তা নিয়ে আমরা কথা বলেছি। সংযোগ, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে মিলিত সহযোগিতা বাড়াতে আগ্রহী আমরা।”

জি-২০ সম্মেলনের প্রথম অধিবেশন “ওয়ান আর্থ”-শুরুর আগে দুই রাষ্ট্রনেতা সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

প্রসঙ্গত, জি-২০ সম্মেলনের ফাঁকেই একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনে মোট ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। সম্মেলন শুরুর আগের দিনই, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। আজ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী।