
নয়া দিল্লি: ফ্রান্স সফরে গিয়ে যুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্সিলিতে ‘মাজারগাস ওয়ার সিমেট্রি’ পরিদর্শন করার কথা তাঁর। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সব ভারতীয় শহিদ হয়েছিলেন, তাঁদের স্মৃতি বহন করছে ওই সমাধিস্থল। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে শ্রদ্ধা জানাবেন সেখানে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে, যেখানে সেই সব ভারতীয় শহিদদের সমাধিস্থল আছে, যাঁদের কথা বছরের পর বছর কেউ মনে করেনি, সেখানে পরিদর্শন করে থাকেন মোদী।
২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ক্যানবেরার ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে শিখ রেজিমেন্টকে শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর হাতে মান সিং ট্রফি তুলে দিয়েছিলেন তিনি। ২০১৫-র এপ্রিলে ফ্রান্সের প্রথম বিশ্বযুদ্ধের মেমোরিয়ালে ও নভেম্বরে সিঙ্গাপুরে আইএনএ মেমোরিয়াল মার্কার পরিদর্শন করেন তিনি। ২০১৭ সালে প্রধানমন্ত্রী গিয়েছিলেন ইজরায়েলের হাফিয়ায় ইন্ডিয়ান ওয়ার সিমেট্রিতে।
এছাড়াও বুধবার ITER সাইট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টার রিঅ্যাকটর-এর মাধ্যমে পরমাণু শক্তিকে বিশ্বের ভাল কাজে লাগানোর চেষ্টা চলছে। সেটাই পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।