PM Modi: খারাপ আবহাওয়া, সিকিম যাচ্ছেন না মোদী, বায়ুসেনার ঘাঁটি থেকেই ভার্চুয়ালি দেবেন বার্তা

PM Narendra Modi: আজ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। তারপর সেখান থেকে বায়ুসেনার ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় মোদী। বায়ুসেনার বিমানঘাঁটি থেকেই ভার্চুয়ালি সিকিমের সভায় যোগ দেবেন তিনি।

PM Modi: খারাপ আবহাওয়া, সিকিম যাচ্ছেন না মোদী, বায়ুসেনার ঘাঁটি থেকেই ভার্চুয়ালি দেবেন বার্তা
ভার্চুয়ালি বার্তা মোদীরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 29, 2025 | 10:18 AM

অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিতে প্রথমবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাংলায় আসার আগে সিকিমে সভা করার কথা ছিল তাঁর। জানা যাচ্ছে, সিকিমে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। তবে ভার্চুয়ালি সভায় যোগ দেবেন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। তারপর সেখান থেকে বায়ুসেনার ভিআইপি লাউঞ্জে পৌঁছন তিনি। অপেক্ষা করছিলেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। কিন্তু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও দৃশ্যমানতা কম থাকায় বায়ুসেনার বিমানঘাঁটি থেকেই ভার্চুয়ালি সিকিমের সভায় যোগ দেবেন তিনি।

আলিপুরদুয়ারে সভার ক্ষেত্রেও আকাশপথ ছেড়ে বিকল্প সড়ক পথ ভাবার হয়েছে। সেই পথে প্রয়োজনে যেতে পারেন ভেবে প্রস্তুতি শুরু হয়েছে। জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মূলত খারাপ আবহাওয়ার কারণেই এই সময় বদল। উল্লেখ্য, সিকিমের ভার্চুয়াল সভা পর আলিপুরদুয়ারে আসবেন মোদী। কোচবিহার ও আলিপুরদুয়ারে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। উল্লেখ্য, এ দিকে বাংলায় আসার আগে রাজ্যের তৃণমূল সরকারের ‘দুর্নীতি’ নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছিলেন, “গত এক দশকে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্পের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলার মানুষ। আর একইসঙ্গে সে রাজ্যের মানুষ তৃণমূলের দুর্বল প্রশাসন ও দুর্নীতিতে ক্লান্ত।”