PM Narendra Modi: ‘নিখরচায় চিকিৎসা দেওয়াই প্রকৃত সেবা’, ঐতিহাসিক দিনে নমোর উবাচ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 21, 2021 | 1:40 PM

PM Modi Inaugurate Vishram Sadan at AIIMS Jhajjar: এইমস ঝাজ্জরের ক্যাম্পাসে বিশ্রাম সদন তৈরির প্রসঙ্গে তিনি বলেন, "আজ থেকে এইমসের এই ক্য়াম্পাসে যে সকল রোগীরা ক্যানসারের চিকিৎসার জন্য আসবেন, তারা দারুণ সুবিধা পাবেন। এই বিশ্রাম সদন রোগী ও তাদের পরিবারের চিন্তাকে কিছুটা কমাবে।"

PM Narendra Modi: নিখরচায় চিকিৎসা দেওয়াই প্রকৃত সেবা, ঐতিহাসিক দিনে নমোর উবাচ
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি:ANI

Follow Us

নয়া দিল্লি: ১০০ কোটি টিকাকরণের গণ্ডি ছুঁয়েছে দেশ। এই ঐতিহাসিক দিনেই দিল্লির এইমসের ঝাজ্জর ক্য়াম্পাসে অবস্থিত ন্যাশনাল ক্য়ানসার সেন্টারে বিশ্রাম সদনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনফোসিস সংস্থার উদ্যোগে রোগীর পরিবারদের জন্য বাতানুকুল এই বিশ্রামের জায়গা তৈরি করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েই প্রধানমন্ত্রী দেশের সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও টিকা প্রস্তুতকারকদের বিশেষ ধন্য়বাদ জানালেন এই লক্ষ্যপূরণে সাহায্যের জন্য।

এ দিন ঝাজ্জর ক্যাম্পাসের বিশ্রাম সদনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন, ১০০ কোটি টিকাকরণের গণ্ডি পার করল ভারত। বিগত ১০০ বছরে সবথেকে বড় মহামারীর সঙ্গে লডৃ়াই করতে দেশের কাছে বর্তমানে ১০০ কোটি টিকাকরণের শক্তিশালী ঢাল রয়েছে। এই সাফল্য গোটা দেশের এবং দেশের প্রতিটি মানুষের।”

টিকাকরণের এই সাফল্যের জন্য দেশের সমস্ত টিকা প্রস্তুতকারকদের ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে যারা টিকা উৎপাদনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং টিকা সরবরাহ করেছেন, তাদেরও ধন্য়বাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই সাফল্য সকলের, দেশের প্রতিটি নাগরিকের। আমি টিকা প্রস্তুতকারক থেকে সরবরাহকারী, সকলকে ধন্য়বাদ জানাচ্ছি এই কর্মযজ্ঞের সঙ্গে জড়িত থাকার জন্য।”

এইমস ঝাজ্জরের ক্যাম্পাসে বিশ্রাম সদন তৈরির প্রসঙ্গে তিনি বলেন, “আজ থেকে এইমসের এই ক্য়াম্পাসে যে সকল রোগীরা ক্যানসারের চিকিৎসার জন্য আসবেন, তারা দারুণ সুবিধা পাবেন। এই বিশ্রাম সদন রোগী ও তাদের পরিবারের চিন্তাকে কিছুটা কমাবে।”

ইনফোসিস সংস্থাকে এই বিশ্রাম সদন তৈরি করার জন্য় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ইনফোসিস ফাউন্ডেশন এই বিশ্রাম সদনটি তৈরি করেছে, জমি, বিদ্যুৎ ও দলের খরচ বহন করবে এইমস ঝাজ্জর। আমি এইমসের ম্যানেজমেন্ট ও সুধা মূর্তিজীর দলকে অনেক ধন্যবাদ জানাই এই পরিষেবার জন্য।”

আয়ুষ্মান ভারতের প্রসঙ্গ টেনে নমো জানান, বর্তমানে দেশের স্বাস্থ্য় পরিকাঠামোকে শক্তিশালী করতে বিভিন্ন বেসরকারি, কর্পোরেট ও সামাজিক প্রতিষ্ঠানগুলি ক্রমাগত সাহায্যের মাধ্যমে নিজেদের অবদান রাখছে। আয়ুষ্মান ভারত এর প্রকৃষ্ট উদাহরণ। তিনি বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে যখন রোগীরা নিখরচায় চিকিৎসা পান, তখনই প্রকৃত অর্থে রোগী সেবা হয়। এই লক্ষ্যেই আমাদের সরকারের তরফে প্রায় ৪০০ ক্যানসারের ওষুধের দাম কমিয়ে দেওয়া হয়েছে।”

এ দিনের অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ও ইনফোসিস সংস্থার চেয়ারপার্সন সুধা মূর্তি। ৮০৬ বেডের এই বিশ্রাম সদনটি ইনফোসিস সংস্থার উদ্যোগে তৈরি করা হয়েছে। বাতানুকুল এই বিশ্রামাগারে এইমসে চিকিৎসা করাতে আসা রোগীদের পরিবার নিখরচায় থাকতে পারবেন, এমনটাই জানানো  হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে।

আরও পড়ুন: COVID Vaccination: ১০০ কোটিতেই সমাপ্তি নয়, এখনও পথ বাকি অনেকটা! দেশের সামনে পরবর্তী লক্ষ্য কী কী? 

Next Article