PM Narendra Modi: অটল আবাসীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ‘স্মার্টনেস’-এ অভিভূত প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 23, 2023 | 10:27 PM

Atal Awasiya Vidyalaya: আর্থিকভাবে দুর্বল শ্রেণি, দিনমজুরদের সন্তানদের যথাযথ শিক্ষা প্রদান করাই লক্ষ্য। সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে রাজ্যের ১৮টি জেলায় ১,১১৫ কোটি টাকা ব্যয়ে ১৬টি অটল আবাসীয় বিদ্যালয় করা হচ্ছে। এদিন বারাণসী থেকে ভার্চুয়ালি এরকমই ১৬টি স্কুলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi: অটল আবাসীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্মার্টনেস-এ অভিভূত প্রধানমন্ত্রী মোদী
অটল আবাস বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Image Credit source: twitter

Follow Us

বারাণসী: দরিদ্র ও দিনমজুরদের সন্তানদের উন্নত মানের শিক্ষা দেওয়াই লক্ষ্য। সেই লক্ষ্য পূরণের উদ্দেশে রাজ্যে অটল আবাসীয় বিদ্যালয় যোজনার সূচনা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই প্রকল্পের অধীনেই শনিবার ১৬টি অটল আবাসীয় বিদ্যালয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬টি স্কুলের দ্বারোদ্ঘাটন করে বারাণসীর অটল আবাসীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সঙ্গে আলাপচারিতাও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। আর তাঁদের সঙ্গে কথা বলে অভিভূত প্রধানমন্ত্রী। আগামী ১০ বছরের মধ্যে এই স্কুল থেকে উত্তর প্রদেশ, কাশীর নাম উজ্জ্বল হবে বলেও তিনি মন্তব্য করেন।

এদিন বারাণসীর অটল আবাসীয় বিদ্যালয়ের দুঃস্থ ছাত্র-ছাত্রীর সঙ্গে আলাপচারিতার একটি ভিডিয়ো X হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিয়োতে তিনি জানান, শ্রমিক পরিবারের এই সমস্ত বাচ্চাদের হয়তো পাকা ঘরও নেই। কিন্তু, তাদের মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছে তা দেখে অভিভূত। ছোট-ছোট ছাত্র-ছাত্রীরা যেভাবে প্রধানমন্ত্রীকে নানা প্রশ্ন ছুড়েছেন, তা দেখে অভিভূত নরেন্দ্র মোদী। টুইটারে সেকথা জানিয়ে ভিডিয়োর শিরোনামে প্রধানমন্ত্রী লিখেছেন, “এই সমস্ত শিশুদের মধ্যে আশা, উদ্যম, দৃঢ়তা এবং প্রচুর এনার্জি আমি দেখেছি। উত্তর প্রদেশের অটল আবাসীয় বিদ্যালয়ের এই নতুন তারকাদের সঙ্গে আলাপ করে খুশি।” শিশুদের এই প্রগতির জন্য অটল আবাসীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যোগী প্রশাসন সূত্রে খবর, আর্থিকভাবে দুর্বল শ্রেণি, দিনমজুরদের সন্তানদের যথাযথ শিক্ষা প্রদান করাই লক্ষ্য। সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে রাজ্যের ১৮টি জেলায় ১,১১৫ কোটি টাকা ব্যয়ে ১৬টি অটল আবাসীয় বিদ্যালয় করা হচ্ছে। প্রতিটি স্কুলে সর্বাধিক ১ হাজার ছাত্র-ছাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে। তাদের প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেবে সরকার। এদিন বারাণসী থেকে ভার্চুয়ালি এরকমই ১৬টি স্কুলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্কুলগুলি দেশবাসীকে উৎসর্গ করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া বারাণসীতে অটল আবাসীয় বিদ্যালয়ের মডেল স্কুল রয়েছে। এদিন সেই স্কুল পরিদর্শনেও যান প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মূলত, দুটি পর্যায়ে অটল আবাসীয় বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “কোভিডের সময় ১৪০০ শিশু তাদের বাবা, মা, অভিভাবক হারিয়েছে। প্রথম পর্যায়ে তাদের অটল আবাসীয় বিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি জাতীয় শিক্ষানীতির অধীনে ছাত্র-ছাত্রীদের খেলাধূলা এবং কারিগরি দক্ষতা বৃদ্ধি-সহ সহপাঠ্যক্রমিক কার্যকলাপের উপরেও জোর দেওয়া হবে।”

Next Article