PM Narendra Modi: ফিলাডেলফিয়ায় প্রধানমন্ত্রী পা রাখতেই ‘মোদী, মোদী’ রব, উষ্ণ অভ্যর্থনা নমোকে

PM Narendra Modi: তিনদিনের এই আমেরিকা সফরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে একাধিক ইস্যুতে আলোচনা করবেন তাঁরা।

PM Narendra Modi: ফিলাডেলফিয়ায় প্রধানমন্ত্রী পা রাখতেই মোদী, মোদী রব, উষ্ণ অভ্যর্থনা নমোকে
ফিলাডেলফিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা

Sep 21, 2024 | 11:21 PM

ফিলাডেলফিয়া: তিনদিনের সফরে আমেরিকা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার অন্যতম জনবহুল শহর ফিলাডেলফিয়ায় তিনি পা রাখতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রবাসী ভারতীয়রা ‘মোদী মোদী’ স্লোগান দেন। তাঁদের অনেকের হাতে নানা ছবি দেখা যায়। একাধিক ছবিতে সই করেন প্রধানমন্ত্রী।

ফিলাডেলফিয়ায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী। প্রবাসী ভারতীয় উষ্ণ অভ্যর্থনায় তিনি যে আপ্লুত, এক্স হ্যান্ডলে তা ব্যক্ত করেন নমো। প্রবাসী ভারতীয়দের সঙ্গে একাধিক ছবি এক্স হ্যান্ডলে তিনি শেয়ার করেছেন।

তিনদিনের এই আমেরিকা সফরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে একাধিক ইস্যুতে আলোচনা করবেন তাঁরা।

বাইডেনের সঙ্গে বৈঠক ছাড়াও কোয়াড সম্মেলনে যোগ দেবেন মোদী। কোয়াড সম্মেলনে মোদী, বাইডেন ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ় এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যোগ দেবেন। নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনেও যোগ দেবেন মোদী। ফলে এই তিনদিনে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।