PM Modi: ‘নানা বিষয়ে গভীর আলোচনা’, উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মোদীর

PM Modi meets Vice President: গত ১২ সেপ্টেম্বর ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রাধাকৃষ্ণণ। রাষ্ট্রপতি ভবনে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি হওয়ার আগে মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন রাধাকৃষ্ণণ। গত ২১ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আচমকা উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনখড়। ২০২৭ সালে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, তিনি আচমকা ইস্তফা দেওয়াতেই উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হয়।

PM Modi: নানা বিষয়ে গভীর আলোচনা, উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মোদীর
উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: X handle

Sep 28, 2025 | 11:25 PM

নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার(২৮ সেপ্টেম্বর) উপরাষ্ট্রপতির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। দু’জন বেশ কিছুক্ষণ বৈঠক করেন। রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাতের পর এক্স হ্যান্ডলে মোদী লেখেন, নানা বিষয়ে উপরাষ্ট্রপতির সঙ্গে তাঁর গভীর আলোচনা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রাধাকৃষ্ণণ। রাষ্ট্রপতি ভবনে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি হওয়ার আগে মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন রাধাকৃষ্ণণ। গত ২১ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আচমকা উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনখড়। ২০২৭ সালে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, তিনি আচমকা ইস্তফা দেওয়াতেই উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হয়।

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী ছিলেন রাধাকৃষ্ণণ। আর বিরোধী জোটের প্রার্থী ছিলেন বি সুদর্শন রেড্ডি। গত ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন হয়। সেই নির্বাচনে সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে পরাজিত করেন রাধাকৃষ্ণণ। এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন পান ৪৫২ ভোট। আর সুদর্শন রেড্ডি পান ৩০০ ভোট।

রাধাকৃষ্ণণের জয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়ে মোদী বলেছিলেন, “আমি নিশ্চিত যে তিনি একজন অসাধারণ উপরাষ্ট্রপতি হবেন। এবং আমাদের সাংবিধানিক মূল্যবোধ ও সংসদীয় আলোচনাকে এগিয়ে নিয়ে যাবেন।” এবার উপরাষ্ট্রপতি ভবনে গিয়ে রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। আর বৈঠক শেষে জানালেন, নানা বিষয়ে গভীর আলোচনা হয়েছে তাঁদের।