
বিশ্বকর্মা জয়ন্তী এবং তাঁর ৭৩তম জন্মদিন উপলক্ষে, রবিবার (১৭ সেপ্টেম্বর), দিল্লির দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সপো সেন্টার, 'যশভূমি'র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

'যশভূমি'-তে এদিন এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

সারা দেশ থেকে বিভিন্ন পেশার কারিগররা এসেছিলেন। তাঁদের সঙ্গে আলাপচারিতায় মাতেন প্রধানমন্ত্রী।

ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্পগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এদিন ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পও চালু করেছেন প্রধানমন্ত্রী।

সারা দেশ থেকে লক্ষ লক্ষ 'বিশ্বকর্মা'দের সঙ্গে সম্পর্ক স্থাপনের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

কারিগরদের সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। দৈনন্দিন জীবনে এই বিশ্বকর্মাদের অবদান ও গুরুত্বের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রযুক্তির যতই অগ্রগতি হোক না কেন, সমাজে এই বিশ্বকর্মাদের গুরুত্ব কখনই কমবে না।

তিনি আরও বলেন, বিশ্বকর্মাদের স্বীকৃতি দেওয়া এবং সমর্থন করা সময়ের প্রয়োজন।