কোচি: পরনে দক্ষিণ ভারতীয় স্টাইলে সাদা ধুতি-পাঞ্জাবি, গলায় গেরুয়া পাড়ের সাদা উত্তরীয়। জনগণের উদ্দেশ্যে হাত নাড়তে-নাড়তে রাস্তায় হাঁটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রবিবার বিকালে এমনই দৃশ্যের সাক্ষী হল কেরলের কোচি (Kochi)। প্রধান মন্ত্রীকে দেখতে রাস্তার দু-পাশে শয়ে-শয়ে মানুষ জড়ো হয়েছিলেন। পুষ্পবৃষ্টির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁরা। দু-দিনের কেরল সফরের প্রথমদিন এভাবেই কোচির বায়ুসেনার হেলিপ্যাড থেকে ২ কিলোমিটার হেঁটে মেগা রোড শো (Road Show) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোড শো শেষে ইয়ুথ কনক্লেভে (Youth Conclave) যোগ দেন তিনি।
জানা গিয়েছে, মূলত কোচি ওয়াটার মেট্রোর উদ্বোধন করতেই কেরল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল, মঙ্গলবার তিরুবনন্তপুরম থেকে ৭৪৭ কোটি টাকার প্রকল্প এই মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি। এছাড়া কেরলের ত্রিবান্দ্রাম ও কান্নুরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবারও উদ্বোধন করবেন। এগুলি উদ্বোধনের প্রাক্কালে এদিন মেগা রোড শো করে ইয়ুথ কনক্লেভ যুবম ২০২৩-এ যোগ দেন মোদী। ইয়ুথ কনক্লেভ থেকে কেরলের পরিকাঠামোর উন্নয়নে তাঁর সরকারের কাজের পরিসংখ্যান দেন নমো। সেই প্রসঙ্গেই কেরলকে দেওয়া বন্দে ভারত এক্সপ্রেস, ডিজিটাল পার্ক, জলের নীচে মেট্রো পরিষেবার উদাহরণ দেন তিনি।
Kerala welcomes PM Modi with flowers and affection! pic.twitter.com/utZAMH4lcX
— BJP (@BJP4India) April 24, 2023
শুধু পরিকাঠামোর উন্নয়ন নয়, কেরলবাসীর আর্থিক উন্নয়নেও কেন্দ্রের বিশেষ নজর রয়েছে জানিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন নমো। তিনি বলেন, “যখন পূর্বতন সরকার সমস্ত ক্ষেত্রে দুর্নীতিতে নিয়োজিত, তখন বিজেপি সরকার সমস্ত ক্ষেত্রে যুবদের সুযোগ দিতে তৎপর। ভোকাল ফর লোকাল-এর মাধ্যমে আমরা স্থানীয় পণ্য উৎপাদনে জোর দিচ্ছি। মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা ক্ষেত্রেও যুবদের সুযোগ দেওয়া হচ্ছে। আমরা দেশীয় পণ্য উৎপাদন ও সেটির রপ্তানি বাড়িয়েছি।” ভারত ‘ফ্রাগিল ৫’ থেকে এখন ‘ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি’-তে পরিণত হয়েছে বলেও মন্তব্য কর