Narendra Modi Kanyadaan: ‘মেয়ের’ বিয়ে দিলেন মোদী, কন্যাদান করে পালন পিতার ভূমিকা

Jan 19, 2024 | 3:34 PM

কেরলের মন্দিরে ভাগ্য সুরেশের বিয়ে দিয়েছেন মোদী। পিতার ভূমিকা পালন করে বর শ্রেয়স মোহনের হাতে ভাগ্যের দায়িত্ব তুলে দিয়েছেন তিনি। ভাগ্য সুরেশ হলেন প্রাক্তন বিজেপি সাংসদ এবং মালয়ালম সুপারস্টার সুরেশ গোপীর মেয়ে। সেই বিয়ের প্রধান অতিথি ছিলেন মোদী। বিয়ের অনুষ্ঠানে সুরেশও হাজির ছিলেন।

Narendra Modi Kanyadaan: ‘মেয়ের’ বিয়ে দিলেন মোদী, কন্যাদান করে পালন পিতার ভূমিকা
বিয়ে দিচ্ছেন মোদী
Image Credit source: Twitter

Follow Us

ত্রিসূর: ‘পিতা’র ভূমিকায় অবতীর্ণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতিমতো কন্যাদান করে ‘মেয়ের বিয়ে’ দিয়েছেন তিনি। সম্প্রতি দক্ষিণ ভারত সফরে গিয়েছিলেন মোদী। বৃহস্পতিবার তিনি হাজির ছিলেন কেরলের ত্রিসূর অবস্থিত গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার পর সেখানেই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেখানেই কন্যাদান করেছেন তিনি। দিয়েছেন বিয়ে। কিন্তু যার বিয়ে মোদী দিলেন, তিনি কে?

কেরলের মন্দিরে ভাগ্য সুরেশের বিয়ে দিয়েছেন মোদী। পিতার ভূমিকা পালন করে বর শ্রেয়স মোহনের হাতে ভাগ্যের দায়িত্ব তুলে দিয়েছেন তিনি। ভাগ্য সুরেশ হলেন প্রাক্তন বিজেপি সাংসদ এবং মালয়ালম সুপারস্টার সুরেশ গোপীর মেয়ে। সেই বিয়ের প্রধান অতিথি ছিলেন মোদী। বিয়ের অনুষ্ঠানে সুরেশও হাজির ছিলেন। কিন্তু মোদীকেই দেখা যায় ভাগ্যের হাতে বরমাল্য তুলে দিতে। তার পর হয় ভাগ্য ও সুরেশের মালাবদল। এর পর ভাগ্যের হাত সুরেশের হাতেও তুলে দেন তিনি। তার পর দুজনের হাতও ধারে থাকেন। এর পাশাপাশি বিয়ের বেশ কিছু রীতি মোদী পালন করেছেন বলে জানা গিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে। এই বিয়ের ছবি নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্টও করেছেন সুরেশ গোপী।

 

মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভার সাংসদ ছিলেন সুরেশ গোপী। তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা। জল্পনা, এ বছর লোকসভা তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি। তাঁর মেয়ের বিয়েতেই ‘পিতার ভূমিকায়’ দেখা গিয়েছে মোদীকে। এই বিয়েতে যোগ দিয়ে দক্ষিণী অভিনেতা মামুট্টি, মোহনলাল, জয়রাম, দিলীপ, বিজু মেননও হাজির ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলেছেন মোদী।

Next Article