Narendra Modi Road Show: বেঙ্গালুরুর রোড শো কেন স্পেশাল, ভিডিয়ো পোস্ট করে জানালেন নরেন্দ্র মোদী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 06, 2023 | 11:06 PM

এদিন নরেন্দ্র মোদী দক্ষিণ বেঙ্গালুরুর সামশ্বর ভবন আরবিআই ময়দান থেকে মালেশ্বরমের স্যাঙ্কি ট্যাঙ্ক পর্যন্ত রোড শো শুরু করেন। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই রোড শোয়ে দক্ষিণ ও মধ্যে বেঙ্গালুরুর প্রায় এক ডজন বিধানসভা কেন্দ্র ছিল।

Narendra Modi Road Show: বেঙ্গালুরুর রোড শো কেন স্পেশাল, ভিডিয়ো পোস্ট করে জানালেন নরেন্দ্র মোদী

Follow Us

বেঙ্গালুরু: কর্নাটক নির্বাচনের (Karnataka Election) আর মাত্র ৪ দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারে কোনও খামতি রাখতে নারাজ বিজেপি। তাই শনিবার রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru) এক মেগা রোড শো (Mega Road Show) করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই রোড শো হয়ে উঠেছিল খুবই স্পেশাল। ঠিক কী কারণে সেই রোড শো স্পেশাল হয়েছে, তা টুইটারে ভিডিয়ো পোস্ট করে বুঝিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং (PM Narendra Modi)।

জানা গিয়েছে, এদিন বেঙ্গালুরুতে মেগা রোড শোয়ের কয়েক ঘণ্টা পর নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ভিডিয়োর শিরোনামে তিনি লিখেছেন, ‘বেঙ্গালুরুতে আজকের রোড শো কেন খুব স্পেশাল, তার জবাব এখানে।’ নরেন্দ্র মোদীর দেওয়া এই শিরোনাম যে অমূলক নয়, তা ভিডিয়োটি দেখলেই স্পষ্ট হয়ে যায়।

ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে?

বেঙ্গালুরুতে এদিনের মেগা রোড শো-র ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিয়োটির শুরুতেই ধরা পড়েছে, স্থানীয় ঐতিহ্যবাহী সংস্কৃতি। মূলত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেই স্থানীয়রা আঞ্চলিক মুখোশ পরে নিজস্ব সংস্কৃতি
তুলে ধরেন। এরপর রাস্তার দু-পাশে নরেন্দ্র মোদীকে দেখতে কৌতূহলী জনগণের উৎসাহ এবং শ্লোগান ধরা পড়েছে ভিডিয়োয়। আবার রাস্তার মাঝে যোগারত কয়েকজনকেও দেখা যায়। বজরং দলের পতাকা নিয়েও রাস্তার পাশে অনেককে দেখা যায়। আবার রাস্তার মাঝে বজরংবলির একটি বিশাল বড় মূর্তিও দেখা যায়। এই সমস্ত কিছু অবলোকন করতে-করতেই উল্লসিত-কৌতূহলী জনতার মাঝখান দিয়ে মাথায় গেরুয়া টুপি পরে ও বুকে পদ্ম প্রতীক নিয়ে একটি হুডখোলা গাড়িতে করে হাত নাড়তে নাড়তে এগিয়ে চলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বজরংবলির মূর্তি দেখে করজোড়ে প্রণাম করতেও দেখা যায় নরেন্দ্র মোদীকে। কেবল রাস্তার দু-পাশে পদ্ম পতাকা নিয়ে উল্লসিত জনতা নয়, রাস্তার পাশের বাড়িগুলির বারান্দা, জানালাগুলিতেও মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকেই যেন নরেন্দ্র মোদীকে কাছ থেকে দেখতে উৎসাহী। বিভিন্ন দিক থেকে পুষ্পবৃষ্টিও হয়। সকলের মুখেই তখন মোদী মোদী শ্লোগান। কেবল মোদী শ্লোগান দিয়ে হাত নাড়া নয়, হুড খোলা গাড়িতে করে নরেন্দ্র মোদীর এগিয়ে চলার ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দি করতেও দেখা যায়। মহিলা, বৃদ্ধ-বৃদ্ধা থেকে খুদে- কেউই বাদ যায়নি। নরেন্দ্র মোদীও কাউকে হতাশ করেননি। তাঁর জন্য অপেক্ষারত জনগণকে হাত নেড়ে, করজোড়ে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।

এদিন নরেন্দ্র মোদী দক্ষিণ বেঙ্গালুরুর সামশ্বর ভবন আরবিআই ময়দান থেকে মালেশ্বরমের স্যাঙ্কি ট্যাঙ্ক পর্যন্ত রোড শো শুরু করেন। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই রোড শোয়ে দক্ষিণ ও মধ্যে বেঙ্গালুরুর প্রায় এক ডজন বিধানসভা কেন্দ্র ছিল। নরেন্দ্র মোদীর রোড শো দেখতে রাস্তার দু-পাশে উল্লসিত জনতার যে ভিড় দেখা যায়, তা এককথায় অভাবনীয়। যেন গোটা শহরে উৎসবের আমেজ।

Next Article