PM Narendra Modi: ‘পরিবারে শোকের আবহেও দলের কাজে কোনও ত্রুটি রাখেননি’, কার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী?

Assembly Election Result 2023: ছত্তীসগঢ়, রাজস্থান ও মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে জয়ী হয়েছে বিজেপি। ৩ রাজ্যে জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, "যখনই বিজেপি নির্বাচনে লড়াই করেছে, প্রধানমন্ত্রী মোদী সবসময় আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।"

PM Narendra Modi: পরিবারে শোকের আবহেও দলের কাজে কোনও ত্রুটি রাখেননি, কার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী?
দিল্লিতে বিজেপির সদর দফতরে বক্তৃতার মঞ্চ থেকে নাড্ডার প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর।Image Credit source: twitter

| Edited By: Sukla Bhattacharjee

Dec 04, 2023 | 6:54 PM

‘নয়া দিল্লি: দলের থেকে দেশ বড়- এই কথাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে BJP নেতৃত্বদের মুখে সবসময়ই শোনা যায়। একথা যে শুধু কথার কথা নয়, এবার তারই প্রমাণ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পরিবারে শোকের আবহেও দলের কাজে কোনও ত্রুটি রাখেননি তিনি। এমনকি, তাঁর সেই ব্যক্তিগত শোকের খবর কাউকে জানতেও দেননি। শোক-দুঃখ বুকে চেপে রেখেই দলের কাজে রাত-দিন সঁপে দিয়েছিলেন। তাঁর সেই নিষ্ঠার ফলও মিলেছে ৩ রাজ্যের বিধানসভা ভোটে। তাই বিজয়ী-ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল নাড্ডার একনিষ্ঠতার কথা। দলের সর্বভারতীয় সভাপতির ভূয়সী প্রশংসা করেছেন মোদী (PM Narendra Modi)।

৩ রাজ্য বিজয়ের পর দলের সদর দফতরে বক্তৃতা রাখার সময়ই জেপি নাড্ডার দলের প্রতি একনিষ্ঠতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পর্দার আড়ালে থেকে নাড্ডার সাংগঠনিক দক্ষতা এবং অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন মোদী। তিনি জানান, নির্বাচনের আগে নাড্ডার পরিবারে শোক নেমে আসে, আত্মীয়-বিয়োগ হয়। সেই ব্যক্তিগত শোক সহ্য করেও বিজেপির জাতীয় প্রধান নির্বাচনী প্রচারে নেমেছিলেন নাড্ডা। তিনি যে নির্বাচনী প্রচারের কৌশলগুলি প্রয়োগ করেছেন এবং পূর্ণ প্রতিশ্রুতি ও নিষ্ঠার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাঁর সেই প্রচেষ্টা আজ দলকে এই জায়গায় নিয়ে গিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। তবে কেবল দলীয় সভাপতি হিসাবেই নয়, যখন যে পদে থেকেছেন, সেখানেই নিষ্ঠার সঙ্গে নাড্ডা কাজ করেছেন, সাংসদ থাকাকালীন সময়েও তিনি নিষ্ঠায় ত্রুটি রাখেননি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

যদিও ৩ রাজ্যে জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, “যখনই বিজেপি নির্বাচনে লড়াই করেছে, প্রধানমন্ত্রী মোদী সবসময় আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।”