PM Narendra Modi: ‘অপারেশন দোস্ত’ দলের কাজে গর্বিত ভারত, সকল সদস্যকে ‘স্যালুট’ প্রধানমন্ত্রীর

"আমরা গোটা বিশ্বকে পরিবার মনে করি।" 'অপারেশন দোস্ত' দলের সদস্যদের কাজের প্রশংসা করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী মোদী।

PM Narendra Modi: 'অপারেশন দোস্ত' দলের কাজে গর্বিত ভারত, সকল সদস্যকে 'স্যালুট' প্রধানমন্ত্রীর
'অপারেশন দোস্ত' দলের সদস্যদের সঙ্গে আলাপচারিচায় প্রধানমন্ত্রী মোদী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2023 | 9:47 PM

নয়া দিল্লি: ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্কে (Turkey Earthquake) ভারতীয় উদ্ধারকারী দল যেভাবে কাজ করেছে, তা অতুলনীয়। তাই সোমবার তুরস্কে কাজ করে ফেরা উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে দেখা করে কাজের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুধু প্রশংসা নয়, ১০ দিন ধরে দুর্গতদের সেবাকার্যে সামিল হয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য ‘অপারেশন দোস্ত’ দলের সকল সদস্যকে ‘স্যালুট’ও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানীতে ‘অপারেশন দোস্ত’ দলের সকল সদস্যের সঙ্গে দেখা করেন। তারপর তাঁদের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “মানবতার জন্য অনেক বড় কাজ করে ভারতের নাম উজ্জ্বল করে ফিরেছেন। অপারেশন দোস্ত-এর সঙ্গে যুক্ত পুরো দল, NDRF, সেনা, বায়ুসেনা এবং এই সেবাকার্যে সামিল অন্যান্য সকলে খুব ভাল কাজ করেছেন। সকলের উপর দেশ গর্বিত অনুভব করছে।” এপ্রসঙ্গে ভারতের অতিথিপরায়ণতা সংস্কৃতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। যে কোনও দুর্যোগে যে কোনও দেশের পাশে দাঁড়ানো ভারতের সংস্কৃতি দাবি জানিয়ে নমো বলেন, “আমরা গোটা বিশ্বকে পরিবার মনে করি। যদি পরিবারের কোনও সদস্য সংকটে পড়ে তাহলে ভারতের কর্তব্য আগে সেখানে ছুটে যাওয়া। সেটা যে দেশই হোক, মানবতা, সাহায্যের প্রশ্ন উঠলে ভারত মানবকতাকেই প্রাধান্য দেয়। প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা কত দ্রুত পৌঁছয় সেটাই গুরুত্বপূর্ণ। ওটাকে গোল্ডেন আওয়ার বলে।”

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ বিপর্যয়ের পর ভারতই প্রথম সাহায্যকারী দেশ হিসাবে সিরিয়া ও তুরস্কের পাশে দাঁড়িয়েছে। সেই প্রসঙ্গ তুলে ধরে এদিন ‘অপারেশন দোস্ত’ দলের সকল সদস্যকে স্যালুট জানান প্রধানমন্ত্রী। গুজরাট ভূমিকম্পের সময় তিনি নিজে ভলান্টিয়ার হিসাবে কাজ করেছেন এবং কী কষ্ট সহ্য করতে হয়, তা তিনি অনুভব করতে পারেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “১০ দিন ধরে আপনারা যে কাজ করেছেন তা প্রেরণাদায়ক। আমরা সবাই দেখেছি, যখন মা আপনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া শিশু আপনার কোলে খিলখিলিয়ে হেসে উঠেছে। গোটা দেশ আপনাদের উপর গর্বিত। আপনারা ওখানে যে কাজ করেছেন আমি এখানে সেটা অনুভব করেছি। আজ আপনাদের স্যালুট করার সময়। আমি স্যালুট করছি।”

ভারতের সঙ্গে ভারতীয় সেনার উপর অন্য দেশেরও ভরসা বেড়ে গিয়েছে বলেও এদিন দাবি জানান প্রধানমন্ত্রী মোদী। এপ্রসঙ্গে তুরস্কে ত্রাণসামগ্রী সহ তেরঙা বাক্স নামানোর সময় সেটি উল্টো গিয়ে গেরুয়া রং নীচে চলে গেলে সেখানকার জনগণই বাক্সটি সোজা করে দেওয়ার উদাহরণ তুলে ধরেন নমো। তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের আগে ইউক্রেনে যুদ্ধের সময় ভারতের ‘অপারেশন গঙ্গা’, আফগানিস্তানে ‘অপারেশন দেবীশক্তি’ দলের সদস্যদের কাজের উদাহরণও তুলে ধরেন তিনি। এমনকি করোনা মহামারীর সময়ও ভারত কেবল নিজেদের নাগরিক নয়, অন্যান্য দেশের লোকেদেরও সাহায্য করেছে দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,  “এটা ভারতই করে। এজন্য বিশ্বে ভারতের প্রতি একটা ভালো ভাবনা রয়েছে।” এদিন বক্তব্যের শেষে পুনরায় ‘অপারেশন দোস্ত’-এর সদস্যদের ‘স্যালুট’ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘অপারেশন দোস্ত’-এর সদস্যদের কাজের প্রশংসা করে টুইটও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রকের তরফেও NDRF, সেনা, বায়ুসেনার প্রতি প্রশংসা করা হয়েছে।

প্রসঙ্গত, ১৪ দিন ধরে তল্লাশি অভিযান চালানোর পর অবশেষে রবিবার ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্কের উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে। ভারতই প্রথম ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠিয়েছিল দুর্যোগ-বিধ্বস্ত এই দুই দেশে। এদিনই তুরস্ক ও সিরিয়া থেকে দেশে ফিরে এসেছেন ভারতের উদ্ধারকারী দলের সদস্যরা।