Narendra Modi on 370 verdict: ‘কাশ্মীরের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আরও’, সুপ্রিম রায়ের পরই টুইট মোদীর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 11, 2023 | 2:34 PM

Narendra Modi on 370 verdict: কাশ্মীরবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী লিখেছেন, "জম্মু, কাশ্মীর ও লাদাখের মানুষকে আমি আরও একবার আশ্বস্ত করে বলতে চাই, আপনাদের স্বপ্ন পূরণ করতে আমি বদ্ধপরিকর।"

Narendra Modi on 370 verdict: কাশ্মীরের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আরও, সুপ্রিম রায়ের পরই টুইট মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: ৩৭০ অনুচ্ছেদ বা কাশ্মীরের স্পেশাল স্টেটাস বাতিল করে দেওয়ার সিদ্ধান্তকে বৈধ বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, অভ্যন্তরীণ ব্যবস্থা হিসাবে ৩৭০ অনুচ্ছেদ প্রয়োগ করা হয়েছিল কাশ্মীরে, এটা ছিল একটা সাময়িক ব্যবস্থা। তাই ২০১৯ সালের অগস্টে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার যে ঘোষণা করেছিলেন, তা বৈধ বলেই মনে করছে পাঁচ বিচারপতির বেঞ্চ। এই রায়কে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রায় ঘোষণার পর কাশ্মীরের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মনে করছেন তিনি।

রায় ঘোষাণার পর এক্স মাধ্যমে মোদী লিখেছেন, “আরও একবার আশার কথা শোনা গেল, উন্নয়নের কথা শোনা গেল। ঘোষিত হল, জম্মু-কাশ্মীরের ভাই-বোনদের একতার কথা। সবকিছুর ওপরে ভারতীয়দের ঐক্যের কথাই বলল শীর্ষ আদালত।”

কাশ্মীরবাসীর উদ্দেশে তিনি আরও লিখেছেন, “জম্মু, কাশ্মীর ও লাদাখের মানুষকে আমি আরও একবার আশ্বস্ত করে বলতে চাই, আপনাদের স্বপ্ন পূরণ করতে আমি বদ্ধপরিকর।” প্রধানমন্ত্রী চান, উন্নয়নের স্বাদ শুধুই কাশ্মীরবাসী পাবেন তাই নয়, পাবেন সেই সমস্ত প্রান্তিক মানুষ যাঁরা ৩৭০ অনুচ্ছেদের জন্য কষ্ট পেয়েছেন। প্রধানমন্ত্রীর মতে, শীর্ষ আদালতের এই রায় নিছকই আইনি প্রক্রিয়া নয়, কাশ্মীরের উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাবে এই রায়।

এই রায় ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এক্স মাধ্যমে তিনি উল্লেখ করেছেন, গোটা দেশের মতাদর্শ মেনে কাশ্মীরে ঐতিহাসিক উন্নয়নের কাজ করেছেন। তার জন্য প্রত্যেক কর্মী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।

Next Article