PM Modi: আতিথেয়তার বিরল নির্দশন, কাতারের আমিরকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে মোদী

PM Modi: ২ দিনের সফরে সোমবার ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আগামিকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।

PM Modi: আতিথেয়তার বিরল নির্দশন, কাতারের আমিরকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে মোদী
কাতারের আমিরকে স্বাগত জানাতে নিজেই বিমানবন্দরে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Feb 17, 2025 | 9:44 PM

নয়াদিল্লি: তিনি বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের মধ্যে একেবারে প্রথম সারিতে। তাঁর বাগ্মিতায় মুগ্ধ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতিথি পরায়ণতার অন্য এক ছবি দেখা গেল। ভারতে আসা কাতারের আমিরকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছে গেলেন মোদী। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে আলিঙ্গন করে বিমানবন্দরে স্বাগত জানান। কাতারের আমিরকে ‘ভাই’ বলে সম্বোধন করে নিজের এক্স হ্যান্ডলে সেই ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।

২ দিনের সফরে সোমবার ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। নয়াদিল্লির বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন কাতারের আমির। আগামিকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানানোর ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমার ভাই কাতারের আমির এইচ এইচ শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম।’

কাতারের আমিরের এটা দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০১৫ সালে ভারত সফরে এসেছিলেন তিনি। প্রায় এক দশক পর দ্বিতীয়বার ভারতে এলেন। প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ভারতে সফরে এসেছেন। তাঁর এই সফরে দুই দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা হওয়ার কথা। কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।