PM Narendra Modi: উত্তরাখণ্ডে ‘মাস্ট ভিজিট’ পর্যটনস্থলের হদিশ দিলেন মোদী

Must Visit Place in Uttarakhand: প্রতি বছরই লাখ লাখ পর্যটক উত্তরাখণ্ডে যান। দেবভূমিতে গেলে কোন কোন জায়গায় অবশ্যই যাওয়া উচিত, তার তালিকাও তৈরি করেন অনেকে। এবার পর্যটকদের 'মাস্ট ভিজিট' স্থানের হদিশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi: উত্তরাখণ্ডে মাস্ট ভিজিট পর্যটনস্থলের হদিশ দিলেন মোদী
পার্বতীকুণ্ডে পুজো দেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: Twitter

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 14, 2023 | 1:31 PM

নয়া দিল্লি: সপ্তাহের শুরুতেই উত্তরাখণ্ড সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পিথোরাগড়ে (Pithoragarh) ৪২০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি। এই কর্মসূচির ফাঁকেই পার্বতী কুণ্ডে পুজো দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। আদি কৈলাশের কাছে প্রার্থনাও করেন। এবার উত্তরাখণ্ডে পর্যটনের প্রচারে নামলেন প্রধানমন্ত্রী।

প্রতি বছরই লাখ লাখ পর্যটক উত্তরাখণ্ডে যান। দেবভূমিতে গেলে কোন কোন জায়গায় অবশ্যই যাওয়া উচিত, তার তালিকাও তৈরি করেন অনেকে। এবার পর্যটকদের ‘মাস্ট ভিজিট’ স্থানের হদিশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তিনি টুইট করে লেখেন, যদি কেউ উত্তরাখণ্ডের দর্শনীয় স্থান কোন জায়গাগুলি, তা জানতে চান, তবে আমি বলব অবশ্যই পার্বতী কুণ্ড ও জগেশ্বর মন্দির।

কুমায়ুনের এই দুই স্থানেই সম্প্রতি গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দুই স্থানেরই প্রচার করে এ দিন প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “এই দুই স্থানেরই প্রাকৃতিক সৌন্দর্য্য ও দেব মাহাত্ব্য আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে। অবশ্যই উত্তরাখণ্ডের অনেক দর্শনীয় স্থান রয়েছে, আমিও সেই জায়গাগুলিতে গিয়েছি বেশ কয়েকবার। এরমধ্যে কেদারনাথ ও বদ্রীনাথও রয়েছে, যা সবথেকে মনে রাখার মতো অভিজ্ঞতা ছিল। কিন্তু বহু বছর পর পার্বতী কুণ্ড ও জগেশ্বর মন্দিরে গিয়ে বিশেষ অনুভূতি হল।”