‘মহাজোট নয়, মহাঝুট’, ‘খেলা হবে’ ছেড়ে এ বার লাল কার্ড ধরলেন নমো

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 01, 2021 | 1:26 PM

অসমে ডবল ইঞ্জিনের সরকারের উন্নয়ন বনাম মাহাজোটের "মহাঝুট"-র লড়াই হচ্ছে বলেই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Nar। তিনি বলেন, অসমবাসী কংগ্রেসকে লাল কার্ড দেখিয়েছে।

মহাজোট নয়, মহাঝুট, খেলা হবে ছেড়ে এ বার লাল কার্ড ধরলেন নমো
কোকরাঝড়ের সভামঞ্চে প্রধানমন্ত্রী। ছবি:ANI

Follow Us

কোকরাঝড়: “মহাজোট নয়, এটা মহাঝুট”, অসমে এভাবেই কংগ্রেস(Congress)-কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। বৃহস্পতিবার তিনি অসমের কোকরাঝড়ে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন, “অসমের মানুষ কংগ্রেসের জোটকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।”

এ দিন কোকরাঝড়ে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “অসমের যুব সম্প্রদায়ের মধ্যে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। যদি আমি তাঁদের ভাষাতেই বলি, তবে বলতে হয় যে অসমের মানুষ ফের একবার কংগ্রেস ও মহাজোটকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।”

বিজেপির ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে কংগ্রেসের ‘মহাঝুট’ জোটের তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, “এই নির্বাচন মহাঝুটের মহাজোট বনাম ডবল ইঞ্জিনের মহাবিকাশের লড়াই। অসমের মানুষেরা উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার জন্য এনডিএ সরকারকেই ভরসা করেন। প্রথম দফার ভোটপর্বেই অসমের মানুষ আমাদের উপর আশির্বাদ বর্ষণ করেছেন।”

আরও পড়ুন: Corona Cases and Lockdown News Live: ৭২ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ, করোনা আক্রান্ত হলেন বাপ্পি লাহিড়িও

কংগ্রেস শাসনকালে রাজ্যের অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী মোদী জানান, কংগ্রেস অসমকে বোমা, গুলির মাঝে ছুড়ে ফেলে দিয়েছিল। সেখানেই এনডিএ সরকার তাঁদের শান্তি ও সম্মান এনে দিয়েছে। অসমের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে কংগ্রেস, এই অভিযোগ এনে তিনি বলেন, “যাঁরা কোকরাঝড়ে অশান্তির সৃষ্টি করেছিলেন, তাদের সঙ্গেই হাত মিলিয়েছে কংগ্রেস। ভোট ব্যাঙ্কের রাজনীতি করে কংগ্রেস ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।”

কংগ্রেসের জোটসঙ্গী এআইইউডিএফ(AIUDF)-কেও কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তাদের দলীয় প্রতীক তালা চাবির উল্লেখ করে বলেন, “কংগ্রেস নেতারা বলছেন যে তালা-চাবিই অসমের মানুষদের পরিচিতি। কংগ্রেসের মিথ্যা ও চক্রান্তটাকে বুঝুন। ক্ষমতায় আসার জন্য তাঁরা এইধরনের মানুষের সঙ্গে জোট বেঁধেছে। এই অপমানের জন্য কেবল কংগ্রেসই নয়, মহাজোটের সকল সদস্যকেই শাস্তি পেতে হবে।”

আরও পড়ুন: Assam Election 2021 phase 2 voting Live: শুরু দ্বিতীয় দফার ভোটপর্ব, সকাল ১১টা অবধি ভোটের হার ২১ শতাংশেরও বেশি

Next Article