
বারাণসী: পহেলগাঁওয়ে হামলায় জড়িতদের নিকেশের সময় নিয়ে প্রশ্ন তোলায় এবার সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বারাণসীতে একটি সভা থেকে অখিলেশকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদীদের কখন মারতে হবে, আপনাকে কি জিজ্ঞাসা করব? সন্ত্রাসবাদীদের পালানোর সুযোগ দিতে হবে কি?” সমাজবাদী পার্টি ভোটব্যাঙ্কের রাজনীতি করছে বলেও কটাক্ষ করেন তিনি।
গত সোমবার সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হয়। তার আগে যৌথবাহিনী শ্রীনগরের লিদবাসে অভিযান চালিয়ে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান শাহ-সহ ৩ জঙ্গিকে নিকেশ করে। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অপারেশন মহাদেবে নিকেশ হওয়া সুলেমান-সহ তিন জঙ্গিই গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলায় জড়িত। সংসদে আলোচনার আগেই পহেলগাঁওয়ে হামলায় জড়িত জঙ্গিদের নিকেশ নিয়ে প্রশ্ন তোলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো তথা সাংসদ অখিলেশ।
সমাজবাদী পার্টি সুপ্রিমোকে এই নিয়ে এবার নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন বারাণসীতে একটি সভায় তিনি বলেন, “সমাজবাদী পার্টির নেতারা বলছেন, পহেলগাঁওয়ে হামলায় জড়িত জঙ্গিদের এখনই কেন মেরেছ? তাহলে কি তাঁদের ফোন করব? কখন মারতে হবে সেটা জিজ্ঞাসা করব? সন্ত্রাসবাদীদের কি পালানোর সুযোগ দিতে হবে?”
উত্তর প্রদেশে ক্ষমতায় থাকাকালীন সমাজবাদী পার্টি জঙ্গিদের ক্লিন চিট দিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বোমা বিস্ফোরণে যুক্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করত। আর এখন সন্ত্রাসবাদীদের মৃত্যুতে এদের সমস্যা হচ্ছে।”
এদিন মোদী বলেন, “অপারেশন সিঁদুরের পর প্রথমবার কাশী এলাম। পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। আমার মেয়ের সিঁদুরের বদলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। মহাদেবের আশীর্বাদে তা পূরণ হয়েছে। অপারেশন সিঁদুরের সাফল্য আমি মহাদেবের পায়ে অর্পণ করছি।”
প্রসঙ্গত, এদিন বারাণসীতে ২.১৮৩.৪৫ কোটি টাকার ৫২টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধূলা, পর্যটন এবং নগরোন্নয়ন।