বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে ভাষণ দেবেন আচার্য নরেন্দ্র মোদী

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 23, 2020 | 11:18 AM

আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় ভিডিয়ো কনফারেন্সের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন।

বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে ভাষণ দেবেন আচার্য নরেন্দ্র মোদী
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: বিজেপির প্রিয় গন্তব্যস্থল হয়ে উঠেছে বোলপুর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো-র রেশ কাটার আগেই এবার বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে (Viswa Bharati Centenary Celebration) হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi )। তবে সশরীরে নয়, ভার্চুয়াল মাধ্যমে। আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় ভিডিয়ো কনফারেন্সের সাহায্যে তিনি বক্তব্য রাখবেন।

মঙ্গবার প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে জানানো হয়, বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের সাহায্যে যোগ দেবেন। রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল (Ramesh pokhriyal)-ও যোগ দেবেন এই অনুষ্ঠানে। বিশ্বভারতীর ইতিহাস সম্পর্কেও উল্লেখ করা হয় এই বিবৃতিতে।

এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে বাংলা দখলে বিজেপি যেভাবে কোমর বেঁধে লেগে পড়েছে, তাতে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে যোগদান ও ভাষণ অত্যন্ত গুরুত্ব বহন করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: কৃষি আইন প্রত্যাহারে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি, ২ কোটি কৃষকের স্বাক্ষর সহ স্মারকলিপি জমা দেবে কংগ্রেস

অন্যদিকে, শতবর্ষ অনুষ্ঠানের পাশাপাশি পৌষ উৎসবেও সেজে উঠেছে শান্তিনিকেতন (Shantiniketan)। মঙ্গলবার রাত ন’টায় বৈতলিকের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। এবার ১২৬তম বর্ষে পা দিল পৌষ উৎসব। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই সীমিত আয়োজন করেছেন কর্মকর্তারা, বসেনি কোনও মেলাও।

বৃহস্পতিবার বিশ্বভারতী শতবর্ষে পদার্পণ করায় সেই দিনটিকে বিশেষভাবে পালন করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভোর ছ’টায় উৎসবের সূচনা করা হবে, সকাল ১০টায় শুরু হবে প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠান। এরপর সারাদিন ধরেই নানা অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ দিনটি পালন করা হবে।

আরও পড়ুন: নতুন স্ট্রেনের খোঁজে কনসর্টিয়াম গড়ার পরিকল্পনা ভারতেও

Next Article