Kashi Vishwanath Corridor Inauguration: ফুলের সাজ মন্দির চত্বরে, ৫ লক্ষ প্রদীপ জ্বালানো হবে গঙ্গার ঘাটে, মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত বারাণসী
Kashi Vishwanath Corridor Inauguration: মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে ৫১ হাজারেরও বেশি স্থান থেকে গোটা অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী মোদী যেহেতু গঙ্গার ঘাট থেকে মন্দিরে আসবেন, সেই কারণে গোটা এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
নয়া দিল্লি: দেশ তথা বিশ্বের পর্যটকদের কাছে জয়প্রিয় পর্যটনকেন্দ্র বারাণসী। এখানেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ। বারাণসীতে আরও পর্যটক টানতেই নতু করে সাজিয়ে তোলা হয়েছে কাশী বিশ্বনাথের মন্দির ও আশেপাশের গঙ্গার ঘাট। সরাসরি গঙ্গার ঘাট থেকে মন্দিরে আসার জন্য তৈরি করা হয়েছে বিশেষ করিডর। বহু প্রতীক্ষিত সেই কাশী বিশ্বনাথ করিডরের আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সূত্রের খবর, কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন হাজার সাধু-সন্ত ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রধানরা আসবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শিল্পীরাও ইতিমধ্য়েই বারাণসীতে এসে পৌঁছেছেন।
কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন উপলক্ষ্যে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জালাসেন ঘাট থেকে মন্দির চক ও কাশী বিশ্বনাথ মন্দির চত্বরকেও ফুল ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। গোটা মন্দির চকই ফুলের সাজে সাজানো হয়েছে। আগত দর্শনার্থীদের কথা মাথায় রেখেই অনুষ্ঠান চত্বরে ৩ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে।
কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশের অঞ্চল থেকে শুরু করে গোটা শহরেই প্রধানমন্ত্রীর পোস্টার লাগানো হয়েছে। নতুন করিডর তৈরি করে দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে ৫১ হাজারেরও বেশি স্থান থেকে গোটা অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী মোদী যেহেতু গঙ্গার ঘাট থেকে মন্দিরে আসবেন, সেই কারণে গোটা এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে গোটা করিডর। এছাড়া যে জলতরীতে করে আসবেন প্রধানমন্ত্রী, তার মহড়া দেওয়া হচ্ছে সকাল থেকেই।
এদিন সকালে করিডরের উদ্বোধন ও বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর বিকেলে গঙ্গা আরতি করবেন প্রধানমন্ত্রী। গঙ্গার ঘাটে বিশেষ আরতির পাশাপাশি আতশবাজি ও লেজার শোর আয়োজন করা হয়েছে। গঙ্গার প্রতিটি ঘাটকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বিকেলে গঙ্গার ঘাটে পাঁচ লক্ষ প্রদীপ জ্বালানো হবে।
নতুন করিডরের উদ্বোধন উপলক্ষ্যে মন্দির চত্বরে অবস্থিত বাড়িগুলিকে গোলাপি রঙে রাঙিয়ে তোলা হয়েছে। আলোকসজ্জাতেও সাজিয়ে তোলা হয়েছে গোটা চত্বর। গোদলিয়া চকও বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে।
নিজের বিধানসভা কেন্দ্র বারাণসীতে এসে কেবল করিডর উদ্বোধনই নয়, নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠকও করবেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, এদিন প্রথমে নৌকায় চেপে ললিতা ঘাটে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি হেঁটে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন। গর্ভগৃহে প্রবেশ করে বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে বিশেষ আরতি করবেন ১৫ মিনিট ধরে। মন্দির থেকে বেরিয়েই প্রদীপ প্রজ্জোলন করবেন তিনি। মন্দিরের বাইরে নমোকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী নীলকান্ত তিওয়ারি।