Uttarakhand CM Attacks Congress: ‘বিপিন রাওয়াতের শেষকৃত্যের সময় নেচে বেড়াচ্ছিল’, কংগ্রেসকে ‘লজ্জার পাঠ’ দিলেন ধামী
Uttarakhand CM Attacks Congress: রবিবার তিনি বলেন, "গোটা দেশ যখন বিপিন রাওয়াতসহ ১২ জন সেনা আধিকারিকের অকাল প্রয়াণের শোকে কাতর, তখনই কংগ্রেস নেত্রী নেচে বেড়াচ্ছিলেন"। বিরোধীদের লজ্জা হওয়া উতিত বলেও তিনি মন্তব্য করেন।
দেহরাদুন: প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত(Bipin Rawat)-র শেষকৃত্যের দিনই কংগ্রেস নেত্রীর নাচছিলেন গোয়ায়! এই ঘটনাকে কেন্দ্র করেই কংগ্রেসের তুলোধনা করলেন বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রী পুষ্কর সিং ধামী(Pushkar Singh Dhami)। রবিবার তিনি বলেন, “গোটা দেশ যখন বিপিন রাওয়াতসহ ১২ জন সেনা আধিকারিকের অকাল প্রয়াণের শোকে কাতর, তখনই কংগ্রেস নেত্রী নেচে বেড়াচ্ছিলেন”। বিরোধীদের লজ্জা হওয়া উতিত বলেও তিনি মন্তব্য করেন।
প্রিয়ঙ্কা গান্ধী(Priyanka Gandhi)-র নাম না করেই তিনি বলেন, “গোটা দেশ যখন প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত সহ ১২ জন সেনা আধিকারিকের প্রয়াণে যখন গোটা দেশ শোকাতুর ছিল, সেই সময় বিরোধীরা আনন্ধ উদযাপন করছিল। এনাদের নিজেদের উপর লজ্জা হওয়া উচিত। ওনারা গোয়ায় নেচে বেড়াচ্ছিলেন।”
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বরই গোয়া(Goa)-এ নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। সেখানে মোরপিরলা গ্রামে তিনি আধিবাসী মহিলাদের সঙ্গে তাল মিলিয়ে নাচ করেন।
কংগ্রেসের নাম না নিয়েই উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রী বলেন, “আমরা দেশের বীর সন্তানদের হারিয়েছি। গোটা দেশ শোকাতুর। উনি (বিপিন রাওয়াত) উত্তরাখণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। উনি বরাবর উত্তরাখণ্ডের উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করতেন। যেদিন ওনার শেষকৃত্য় সম্পন্ন হল, সেদিন একটা রাজনৈতিক দল আনন্দ উদযাপন করছিল। ওনাদের লজ্জা হওয়া উচিত। যতই হোক, ওনারাও এই দেশেই থাকেন। আমার মনে হয়, ওনারা কেবল শারীরিকভাবেই এই দেশে থাকেন, অন্তরাত্মা অন্য কোথাও রয়েছে, সেই কারণেই কোনও বিষয়ে পরোয়া করেন না তারা।”
#WATCH When CDS Rawat was being cremated, a party was celebrating. They should be ashamed. They are present only physically, their souls somewhere else. A family which ruled for 55 yrs have no feelings for martyrs…dancing, launching poll campaign in Goa: Uttarakhand CM PS Dhami pic.twitter.com/egMX8Qi2IB
— ANI (@ANI) December 12, 2021
কংগ্রেসের পরিবারতন্ত্রের রাজনীতিকে আক্রমণ করে তিনি বলেন, “একটা দল স্বাধীনতার পর ৬০ বছর ধরে দেশকে শাসন করেছে। আর সেই ৬০ বছরের শাসনকালে একটা পরিবারই ৫৫ বছর ধরে রাজত্ব চালিয়েছে। তারা কখনও আমাদের দেশের জওয়ানদের সঙ্গে জড়িত ছিলেন না, যুদ্ধক্ষেত্রে আমাদের সেনাবাহিনী যে যুদ্ধ জয় করেছিল, তা আলোচনার টেবিলে বসে তারা হেরে এসেছিলেন। সবাই নিশ্চয়ই ওই ভিডিয়ো টিভিতে দেখেছেন।”
বিপিন রাওয়াতের জন্ম উত্তরাখণ্ডেই হওয়ায়, তাঁর প্রয়াণের পর তিনদিন রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছিল। রাওয়াতের মৃত্যু সম্পর্কে বিতর্কিত বা অসংবেদনশীল পোস্ট বা মন্তব্যের প্রেক্ষিতেও উত্তরাখণ্ড, কর্নাটক, জম্মু-কাশ্মীর সহ একাধিক রাজ্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল।
গত ৮ ডিসেম্বর প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার পরই কংগ্রেসের দলনেত্রী সনিয়া গান্ধী দলীয় কর্মীদের অনুরোধ করেছিলেন, পরের দিন যেন তাঁর জন্মদিন পালন না করা হয়। রাহুল গান্ধীও শেষ শ্রদ্ধা জানাতে বিপিন রাওয়াতের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু ১০ তারিখ গোয়া সফরে গিয়ে প্রিয়ঙ্কা গান্ধীর নাচ করাকে ঘিরেই বিতর্ক শুরু হয়। কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিয়ো পোস্ট হতেই আক্রমণ করেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।
When 26/11 happened, Rahul Gandhi was partying till wee hours of morning.
Like brother, Priyanka Vadra too is dancing away in Goa while the entire nation is mourning and steeped in sadness as CDS Gen Bipin Rawat is being cremated.
Can anything be more shameful than this? pic.twitter.com/hggjarFJdx
— Amit Malviya (@amitmalviya) December 10, 2021
টুইটে বিজেপির আইটি সেল প্রধান লেখেন, “যখন ২৬/১১ জঙ্গি হানা হয়েছিল, তখনল রাহুল গান্ধী সারারাত পার্টি করেছিলেন। নিজের দাদার মতই প্রিয়াঙ্কা গান্ধীও গোয়াতে গিয়ে নাচ করছেন, যখন সমগ্র দেশ জেনারেল বিপিন রাওয়াতে মৃত্যুতে শোকস্তব্ধ। এর থেকে বেশি লজ্জার আর কী হতে পারে?”
আরও পড়ুন: Mamata Banerjee in Goa: সংগঠন সাজানোর পাশাপাশি জনসংযোগ! গোয়া সফরে লক্ষ্য মমতার