PM Modi Kashi Vishwanath Corridor Inauguration Live Update: ‘কাশীর গঙ্গা-আরতি অন্তরাত্মাকে নতুন করে প্রাণশক্তি দেয়’, টুইট প্রধানমন্ত্রীর

Kashi Vishwanath Corridor Inauguration Live Update: ইতিমধ্য়েই বারাণসীতে পৌছে গিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথমেই তিনি কাল ভৈরব মন্দিরে পুজো দেন।

PM Modi Kashi Vishwanath Corridor Inauguration Live Update: কাশীর গঙ্গা-আরতি অন্তরাত্মাকে নতুন করে প্রাণশক্তি দেয়, টুইট প্রধানমন্ত্রীর
বারাণসীতে গঙ্গা আরতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি - এএনআই)

| Edited By: Soumya Saha

Dec 13, 2021 | 9:15 PM

আজ, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-র হাত ধরেই উদ্বোধন হতে চলেছে কাশী বিশ্বনাথ করিডরের (Kashi Vishwanath Corridor)। কেন্দ্রের দাবি, প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে রূপ বদলে ফেলা হয়েছে বারাণসীর। ইতিমধ্য়েই বারাণসীতে পৌছে গিয়েছেন প্রধানমন্ত্রী। গোটা অনুষ্ঠানের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 13 Dec 2021 08:21 PM (IST)

    ‘কাশীর গঙ্গা-আরতি অন্তরাত্মাকে নতুন করে প্রাণশক্তি দেয়’, টুইট প্রধানমন্ত্রীর

    কাশীর গঙ্গা-আরতি সবসময়ই অন্তরাত্মাকে নতুন করে প্রাণশক্তি দেয়। টুইটারে ভিডিয়ো শেয়ার করে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 13 Dec 2021 07:52 PM (IST)

    ক্রুজ থেকে গঙ্গার ঘাটে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলেন প্রধানমন্ত্রী

    ক্রুজ থেকে গঙ্গার ঘাটে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দ ক্রুজ থেকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ‘গঙ্গা আরতি’ সাক্ষী থেকেছেন গঙ্গার দুই ধারে বিভিন্ন ঘাটে থাকা হাজার হাজার মানুষ ৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও রয়েছেন তাঁর সঙ্গে।

  • 13 Dec 2021 06:22 PM (IST)

    গঙ্গা-আরতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    বারাণসীর রবিদাস ঘাট থেকে ইতিমধ্য়েই বিবেকানন্দ ক্রুজে উঠে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই ‘গঙ্গা আরতি’-তে অংশ নেবেন তিনি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি শাসিত রাজ্যগুলির অন্যান্য মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীরাও রয়েছেন সঙ্গে।

  • 13 Dec 2021 06:18 PM (IST)

    ‘ঐতিহাসিক মুহূর্ত’, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নাড্ডার

    বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কাশীকে নতুন করে সাজানো এবং “সনাতন” ধর্মের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনকে এক “ঐতিহাসিক” মুহূর্ত হিসাবে দেখছেন নাড্ডা এবং এর জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। হিন্দিতে এই নিয়ে টুইটও করেছেন বিজেপির সভাপতি।

  • 13 Dec 2021 06:12 PM (IST)

    ‘কাশী বিশ্বনাথ ধাম প্রকল্পের সাফল্যের পিছনে রয়েছে অগণিত ব্যক্তির কঠোর পরিশ্রম’, টুইট প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে টুইট করেছেন, “শ্রী কাশী বিশ্বনাথ ধাম প্রকল্পের সাফল্যের পিছনে রয়েছে অগণিত ব্যক্তির কঠোর পরিশ্রম। আজকের অনুষ্ঠান চলাকালীন আমি তাদের সম্মান জানানোর এবং তাদের সঙ্গে মধ্যাহ্নভোজ খাওয়ার সুযোগ পেয়েছি। ভারত মাতার এই গর্বিত সন্তানদের আমার প্রণাম!”

  • 13 Dec 2021 05:35 PM (IST)

    টুইটারে গ্লোবাল ট্রেন্ডিংয়ের দ্বিতীয় স্থানে কাশী বিশ্বনাথ ধাম

    দিনভর চর্চায় কাশী বিশ্বনাথ ধাম। সোমবার উত্তর প্রদেশের বারাণসীতে নতুন মোড়কে কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধনের খবরে ছেয়ে গিয়েছে টুইটার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক মন্দির করিডোরের দ্বারোদ্ঘাটন করেছেন। ইতিমধ্য়েই হ্যাশট্যাগ #KashiVishwanathDham সোশ্যাল মিডিয়ায় গ্লোবাল ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এদিকে ভারতে এই হ্যাশট্যাগ সারা দিন টুইটারে ট্রেন্ডিং তালিকা শীর্ষ রয়েছে। এখনও পর্যন্ত ৭০০ কোটি টুইট হয়েছে এই হ্যাশট্যাগে।

  • 13 Dec 2021 05:28 PM (IST)

    বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে পৌঁছালেন নরেন্দ্র মোদী

    বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের একটি কনক্লেভে অংশ নিতে বেনারস লোকোমোটিভ ওয়ার্কসের (BLW) গেস্ট হাউসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদি। এর পর তিনি ঘাটে গঙ্গা আরতিতে অংশ নেবেন।

  • 13 Dec 2021 04:56 PM (IST)

    বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী

    কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধনের পাশাপাশি, বাবা বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 13 Dec 2021 04:00 PM (IST)

    নতুন ইতিহাস তৈরি হচ্ছে, ভারতের সনাতন সংস্কৃতির প্রতীক কাশী বিশ্বনাথ ধাম: নমো

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “কাশী বিশ্বনাথ ধামের সম্পূর্ণ নতুন কমপ্লেক্সটি কেবল একটি বিশাল ভবন নয়, বরং ভারতের “সনাতন সংস্কৃতি”, আমাদের আধ্যাত্মিকতা এবং ভারতের প্রাচীনতা ও ঐতিহ্যের প্রতীক। মন্দিরের এলাকা আগে ছিল মাত্র তিন হাজার বর্গফুট, এখন তা প্রায় পাঁচ লক্ষ বর্গফুট হয়ে গিয়েছে। এখন ৫০ হাজার থেকে ৭৫ হাজার ভক্তসমাগম হতে পারে মন্দির প্রাঙ্গণে। প্রধানমন্ত্রী কাশী বিশ্বনাথ ধাম প্রসঙ্গে বলেন,”নতুন ইতিহাস” তৈরি হচ্ছে এবং “আমরা সৌভাগ্যবান যে এটির সাক্ষী থাকতে পারছি”।

  • 13 Dec 2021 03:32 PM (IST)

    শ্রমিকদের সঙ্গে মধ্য়াহ্নভোজন সারলেন প্রধানমন্ত্রী

    যাদের হাত ধরে কাশী বিশ্বনাথ করিডর তৈরি হয়েছে, তাদের সঙ্গে বসেই মধ্যাহ্নভেজন সারলেন প্রধানমন্ত্রী।

  • 13 Dec 2021 03:26 PM (IST)

    মহাদেবের আশির্বাদেই আমরা আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে

    দেশকে আত্মনির্ভর বানানোর যে স্বপ্ন আমরা দেখেছি, তা মহাদেব ও দেবী অন্নপূর্ণার কৃপায় সেই স্বপ্ন পূরণ হবেই।

  • 13 Dec 2021 03:21 PM (IST)

    আত্মনির্ভর ভারতের জন্য প্রচেষ্টা বাড়াতে হবে

    আমরা আজাদির অমৃত মহোৎসব পালন করছি। ২৫ বছর বাদে আমরা যখন স্বাধীনতার শতবর্ষে প্রবেশ করব, তখন যাতে আমরা দেশের উপর গর্ব করতে পারি, তার জন্য আমাদের আত্মনির্ভর হতে হবে। যখন আমরা ভোকাল ফর লোকালের মন্ত্র অনুসরণ করব, দেশে উৎপাদিত পণ্যই কিনব, তবেই দেশ আত্মনির্ভর হবে।

  • 13 Dec 2021 03:14 PM (IST)

    নমামি গঙ্গের সাফল্য বজায় রাখতে হবে

    প্রধানমন্ত্রী বলেন, “স্বচ্ছতাকে জীবনশৈলী বানিয়ে নিতে হবে আমাদের। গঙ্গা নদীর সাফাইয়ের জন্য উত্তরাখণ্ড থেকে পশ্চিমবঙ্গ অবধি নানা প্রচেষ্টা চালানো হচ্ছে। আপনাদের মিলিত উদ্যোগেই নমামি গঙ্গের প্রকল্প সফল হয়েছে। আপনাদেরই এর সাফল্য বজায় রাখতে হবে।”

  • 13 Dec 2021 03:10 PM (IST)

    আমি আপনাদেরই ঈশ্বরের রূপ মনে করি

    প্রধানমন্ত্রী বলেন, “আমার কাছে জনতা জনার্দনই ঈশ্বর। আমি মনে করি সকল ভারতবাসীর মধ্যেই ঈশ্বর বাস করেন। সকলেই ঈশ্বরের কাছে কিছু না কিছু চান, তাই আমিও আপনাদের কাছে তিনটি সংকল্প চাইছি। প্রথম, স্বচ্ছতা। দ্বিতীয়, সৃজন ও তৃতীয়, আত্মনির্ভর ভারতের জন্য় নিরন্তর প্রয়াস।”

  • 13 Dec 2021 03:06 PM (IST)

    মা অন্নপূর্ণার কৃপাতেই করোনাকালে দেশের অন্ন ভাণ্ডার খুলে দেওয়া হয়েছিল

    কাশীতে মা অন্নপূর্ণা বাস করেন বলে মনে করা হয়। আমি অত্য়ন্ত খুশি যে ১০০ বছরের অপেক্ষার পর ফের কাশীতে মা অন্নপূর্ণার চুরি যাওয়া মূর্তি স্থাপিত হয়েছে। মা অন্নপূর্ণার কৃপাতেই করোনাকালে দেশের অন্নভাণ্ডার খুলে দেওয়া হয়েছিল। বিনামূল্যে দেশবাসীকে রেশন দেওয়া সম্ভব হয়েছে।

  • 13 Dec 2021 02:59 PM (IST)

    চারধাম সড়কের কাজ জোরকদমে চলছে

    নতুন ভারতে ভগবান রামের সঙ্গে জড়িত সমস্ত স্থানকে রামায়ণ সার্কিটের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। রামায়ণ ট্রেনও চালানো হচ্ছে। বুদ্ধ সার্কিটে যেমন  কাজ চলছে, তেমনই আবার কুশীনগরে বিমানবন্দর তৈরি করা হয়েছে। কর্তারপুর করিডর তৈরি করা হয়েছে, চারধাম যাত্রাকে আরও সুগম করার জন্য সড়ক নির্মাণের কাজ জোরকদমে চলছে।

  • 13 Dec 2021 02:54 PM (IST)

    পরাধীনতার শৃঙ্খল কাটিয়ে উঠতে পেরেছে ভারতবাসী

    প্রধানমন্ত্রী আরও বলেন, “দীর্ঘ সময় ধরে পরাধীন থাকার ফলে আমাদের মনোবলেও যে প্রভাব পড়েছিল, তা কাটিয়ে উঠছে ভারতবাসী। আজ ভারত কেবল সোমনাথ মন্দিরের সৌন্দর্য্যের কাজই করছে না, একইসঙ্গে সমুদ্রের নীচে হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবারও বসাচ্ছে। আজকের ভারত কেবল কেদারনাথ মন্দিরের সংস্কারই করছে না, নিজের ক্ষমতায় মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে। কেবল অযোধ্যায় রাম মন্দিরই তৈরি হচ্ছে না, একইসঙ্গে দেশের প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজও তৈরি করা হচ্ছে। নতুন ভারতে সংস্কৃতির গর্ব যেমন আছে, তেমনই নিজের ক্ষমতায় কাজ করার গর্বও রয়েছে।”

  • 13 Dec 2021 02:47 PM (IST)

    বিনাশকারী শক্তি ভারতের ভক্তি ও শক্তির থেকে বড় হতে পারে না

    প্রধানমন্ত্রী বলেন, “যতই বড় প্রতিবন্ধকতা হোক না কেন, আমরা যদি একজোট থাকি, তবে সাফল্য আসবেই। মনে রাখবেন বিনাশকারীর শক্তি কখনওই ভক্তি ও শক্তির থেকে বড় হতে পারে না। আমরা যে দৃষ্টিভঙ্গিতে নিজেদের দেখব, বিশ্বও সেই নজরেই আমাদের দেখবে।”

  • 13 Dec 2021 02:43 PM (IST)

    বিগত ৭ বছরে কাশীতে বিকাশের মহাযজ্ঞ চলছে

    বিগত সাত বছর ধরে কাশীতে যে উন্নয়নের মহাযজ্ঞ চলছিল, আজ তার প্রথম ধাপ পূরণ হল, এমনটাই বললেন প্রধানমন্ত্রী।

  • 13 Dec 2021 02:38 PM (IST)

    ২৫০ বছর পর কাশীর মন্দিরে এত কাজ হয়েছে

    ২০০-২৫০ বছর আগে কাশীর সংস্কারের কাজ হয়েছিল। তারপর এই প্রথম বিশ্বনাথ ধামের সংস্কারের এত কাজ হল।

  • 13 Dec 2021 02:36 PM (IST)

    ভারতের অন্তরাত্মার বাস কাশীতে

    প্রধানমন্ত্রী বলেন, ” কাশী কেবল পূর্ব ও উত্তর ভারতকেই কেবল জোড়েনি, বরং ভারতের অন্তরাত্মা কাশীতেই বসবাস করে। আপনারাই ভাবুন, কাশী বিশ্বনাথ মন্দির যখন ভাঙা হয়েছিল, তখন অহল্যবাই ফের এই মন্দিরের নির্মাণ করেছিলেন। মহারাষ্ট্রের বাসিন্দা অহল্যা বাই বিশ্বনাথের টানে এখানে এসেছিলেন, এটাই কাশীর মাহাত্ম্য।”

  • 13 Dec 2021 02:22 PM (IST)

    কাশীতে মহাদেবের ইচ্ছা ছাড়া কিছু হয় না: প্রধানমন্ত্রী

    বাবা বিশ্বনাথের ইচ্ছাতেই এই কাশী তৈরি হয়েছে। ওনার ইচ্ছা ছাড়া এখানে একটা পাতাও নড়ে না। এই করিডরও ওনার ইচ্ছাতেই তৈরি হয়েছে। ভোজপুরী ভাষায় এই কথা বললেন প্রধানমন্ত্রী।

  • 13 Dec 2021 02:19 PM (IST)

    করোনাকালেও কাজ চালিয়েছেন শ্রমিকরা, করিডরের কাজ শেষ করার জন্য ধন্যবাদ জানালেন নমো

    প্রধানমন্ত্রী বলেন, “আমি যখন বারাণসীতে এসেছিলাম, তখন মানুষের উপরই আস্থা রেখেছিলাম। নানা প্রতিবন্ধকতার মুখে পড়েও উন্নয়নের কাজ থেমে থাকেনি। করোনাকালেও করিডর তৈরির কাজ হয়েছে। সেই কারণে আমি শ্রমিকদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই।”

  • 13 Dec 2021 02:16 PM (IST)

    ‘কাশী নিয়ে যতই বলি, কম হয়’, আবেগঘন প্রধানমন্ত্রী

    নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী। তাই প্রধানমন্ত্রীর আলাদাই টান রয়েছে কাশী বারাণসীর সঙ্গে। এদিন তিনি বলেন, “কাশী যুগ যুগ ধরে নানা পরিবর্তন দেখেছে। বিভিন্ন সময়ে ঔরঙ্গজেব থেকে ব্রিটিশ শাসক, সন্ত্রাসবাদীদের আক্রমণের মুখে পড়েছে। তবুও কাশীর উন্নয়ন থেমে থাকেনি। আজ উন্নয়ন, উৎকর্ষের আরও একধাপ এগিয়ে গেল কাশী। “

  • 13 Dec 2021 02:11 PM (IST)

    মহাদেবের ইচ্ছাতেই তৈরি হয়েছে করিডর, বললেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী বলেন, “কাশীতে একটাই সরকার রয়েছে। যার হাতে ডমরু রয়েছে, সেই মহাদেবের সরকারই এখানে চলে। এই করিডরও মহাদেবের কৃপাতেই হয়েছে। আমরা তো কেবল তা বাস্তবে রূপান্তর করেছি।”

  • 13 Dec 2021 02:09 PM (IST)

    বারাণসীর মানুষদের দক্ষতা নিয়ে সন্দেহ করা হত, দাবি মোদীর

    কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধনে প্রধানমন্ত্রী বললেন, “একটা সময় ছিল, যখন মানুষ বারাণসীর মানুষদের সন্দেহ করত। বলতো, মোদীর মতো অনেকেই আসে-যায়, এভাবেই কাজ আটকে থাকে। এর পিছনে কিছুটা রাজনৈতিক উদ্দেশ্য় ছিল, কিছুটা ব্যক্তিগত স্বার্থ ছিল। কিন্তু কাশীবাসী তাদের ভুল প্রমাণ করে দিয়েছেন।”

  • 13 Dec 2021 02:02 PM (IST)

    ঐতিহ্য ও আধুনিকীকরণের মিশেল এই করিডর, বললেন প্রধানমন্ত্রী

    এ দিনের অনুষ্ঠানে বক্তব্য় রাখতে উঠেই প্রধানমন্ত্রী বলেন, “আগে গঙ্গার পাশেই কাশী বিশ্বনাথ মন্দির ছিল। বাবা বিশ্বনাথকে যখন প্রণাম করা হত, একইসঙ্গে মা গঙ্গার দর্শনও হয়ে যেত। কিন্তু সময়ের প্রবাহে সেই পথের মাঝে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়। ঐতিহ্য ও আধুনিকীকরণের মিশেলে এই নতুন করিডর তৈরি করা হয়েছে।”

  • 13 Dec 2021 01:59 PM (IST)

    গান্ধীজীর স্বপ্নপূরণ করেছেন প্রধানমন্ত্রী, বললেন যোগী আদিত্যনাথ

    এদিন অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “১০০ বছর আগে বারাণসীতে এসেছিলেন , তখন তিনি সরু গলি ও নোংরা পড়ে থাকতে দেখে দুঃখ প্রকাশ করেছিলেন। গান্ধীজীর নাম করে অনেকেই ক্ষমতায় এসেছেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদীই কাশীর সেই স্বপ্ন পূরণ করেছেন।”

  • 13 Dec 2021 01:35 PM (IST)

    পুজো দিয়ে বের হলেন প্রধানমন্ত্রী

    প্রায় আধ ঘণ্টা ধরে বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে বের হলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেঁটেই তিনি অনুষ্ঠান মঞ্চে পৌঁছন।

  • 13 Dec 2021 01:34 PM (IST)

    বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন নমো

     

  • 13 Dec 2021 01:17 PM (IST)

    মন্দির ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

    বিশ্বনাথ মন্দিরে ষোড়শ উপাচারে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী। মন্দির চত্বরে প্রবেশ করেই তিনি আগে সংস্কারকাজ ঘুরে দেখেন।

  • 13 Dec 2021 01:04 PM (IST)

    গঙ্গাবক্ষে পৌঁছে অভিভূত, টুইট প্রধানমন্ত্রী

    বারাণসীতে গঙ্গাস্নান সেরে টুইট করলেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “গঙ্গাবক্ষে নেমে মা গঙ্গার স্নেহ পেয়ে নিজেকে কৃতার্থ মনে করছি। গঙ্গার ঢেউগুলি মনে হচ্ছিল যেন বিশ্বনাথ ধামকেই আশির্বাদ করছে। হর হর মহাদেব। হর হর গঙ্গে।”

  • 13 Dec 2021 12:53 PM (IST)

    ফের গঙ্গার সঙ্গে জুড়ল বিশ্বনাথ মন্দির

     

  • 13 Dec 2021 12:30 PM (IST)

    কাশী বিশ্বনাথ করিডরের প্রথম ঝলক

     

  • 13 Dec 2021 12:28 PM (IST)

    হর হর মহাদেব ধ্বনিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন স্থানীয়রা

     

     

  • 13 Dec 2021 12:21 PM (IST)

    গঙ্গাপুজো সারলেন প্রধানমন্ত্রী

    ললিতা ঘাটে গঙ্গায় ডুব দিয়ে জল সংগ্রহ করলেন প্রধানমন্ত্রী। সূর্য নমস্কার করে গঙ্গা পুজোও করলেন তিনি।

  • 13 Dec 2021 12:12 PM (IST)

    ললিতা ঘাট থেকে জল নিলেন প্রধানমন্ত্রী

    কাশী বিশ্বনাথকে পুজো দিতে ললিতা ঘাট থেকে গঙ্গা জল নিয়ে বিশ্বনাথ মন্দিরের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 13 Dec 2021 12:08 PM (IST)

    শ্রমিকদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী

    কাশী বিশ্বনাথ করিডরে ৪০টি মন্দিরের সংস্কার ও ২৩টি নতুন ভবন তৈরি করা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে। মন্দির সংস্কারের কাজ যারা করেছেন,তাদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী।

  • 13 Dec 2021 12:04 PM (IST)

    ললিতা ঘাটে পৌঁছলেন প্রধানমন্ত্রী

    খিড়কিয়া ঘাট থেকে ললিতা ঘাটে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকেই তিনি গঙ্গাজল নিয়ে বিশ্বনাথ মন্দিরে যাবেন।

  • 13 Dec 2021 11:53 AM (IST)

    ডমরুর শব্দে স্বাগত প্রধানমন্ত্রীকে

    শিবের ডমরু বাজিয়েই ললিতা ঘাটে স্বাগত জানানো হবে প্রধানমন্ত্রীকে। ইতিমধ্যেই তিনি মণিকর্নিকা ঘাট পার করেছেন। ধীরে ধীরে প্রমোদতরীটি এগিয়ে যাচ্ছে ললিতা ঘাটের দিকে।

  • 13 Dec 2021 11:51 AM (IST)

    মানুষের ভালবাসায় আপ্লুত প্রধানমন্ত্রী

     

  • 13 Dec 2021 11:51 AM (IST)

    গঙ্গাজল নিয়ে বিশ্বনাথ মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী

    প্রাচীন রীতি মেনেই ললিতা ঘাট থেকে গঙ্গা জল নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী।

  • 13 Dec 2021 11:40 AM (IST)

    বিশেষ প্রমোদতরীতে উঠলেন প্রধানমন্ত্রী

    খিড়কিয়া ঘাট থেকেই ললিতা ঘাটে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই গঙ্গার জল নিয়ে সরাসরি কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন নতুন করিডরের পথ ধরে। ইতিমধ্যেই বিশেষ তরীতে উঠে পড়েছেন প্রধানমন্ত্রী।

  • 13 Dec 2021 11:37 AM (IST)

    খিড়কিয়া ঘাটে পৌঁছলেন প্রধানমন্ত্রী

    বারাণসীর খিড়কিয়া ঘাটে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোটা ঘাট পরিদর্শন করে দেখেন তাঁরা।

  • 13 Dec 2021 11:29 AM (IST)

    প্রধানমন্ত্রীকে দেখতে ভিড়, মাঝ পথেই গাড়ি থামালেন নমো

    দীর্ঘ প্রতিক্ষিত কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন হতে চলেছে আজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্য়েই বারাণসীতে পৌঁছে গিয়েছেন তিনি। প্রথমেই কাল ভৈরব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। এরপর কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশে রওনা দেন তিনি। এদিকে, প্রধানমন্ত্রীকে চাক্ষুষ দেখতে রাস্তা জুড়ে জনতার ঢল নেমেছে। মন্দির যাওয়ার পথেই গাড়ি থামিয়ে দেন প্রধানমন্ত্রী মোদী, সমর্থকদের হাত থেকে মালাও পরেন তিনি।

  • 13 Dec 2021 11:25 AM (IST)

    কাল ভৈরব মন্দিরে আরতি নমোর

    বারাণসীতে পৌঁছেই প্রথমে কাল ভৈরব মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেখানে প্রণাম সেরে তিনি আরতিও করেন। এখান থেকেই কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার কথা তাঁর।

  • 13 Dec 2021 11:23 AM (IST)

    সময়ের আগেই পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী

    কাশী বিশ্বনাথ করডরের উদ্বোধন নিয়ে উচ্ছাসিত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন দুপুর ১২টায় বারাণসী পৌঁছনোর কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু তিনি সময়ের এক ঘণ্টা আগেই পৌঁছে যান।