বারাণসী : রাত পোহালেই কাশীতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজে উঠছে কাশী-বিশ্বনাথ ধাম। নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে গোটা মন্দির চত্বর। সোমবার নরেন্দ্র মোদীর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে সূচনা হবে কাশী বিশ্বনাথ করিডরের। কাশীতে শিব পুজো দেওয়ার কথাও রয়েছে তাঁর।
বাকি আর হাতে গোনা কয়েক ঘণ্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ৩৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাশী বিশ্বনাথ করিডরের প্রথম ভাগের উদ্বোধন হবে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রাখলে এই কাশী বিশ্বনাথ করিডর নিঃসন্দেহে যোগীর বিজেপি সরকারকে ভোট ময়দানে অনেকটা এগিয়ে রাখবে বলে মত রাজনৈতিক বিশ্লষকদের।
সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সোমবার বারাণসীতে পৌঁছে যাবেন বলে জানা গিয়েছে। সারাদিন বারাণসীতেই থাকবেন তাঁরা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁদের একটি বৈঠক হওয়ারও কথা রয়েছে। এদিকে সোমবার গোটা দেশজুড়ে দিব্য কাশী, ভব্য কাশী কর্মসূচি পালন করার পরিকল্পনা করেছে বিজেপি। নরেন্দ্র মোদীর কাশীতে শিবপুজো দেওয়ার ঘটনাকে আরও ঝলমলে করতে গোটা দেশে শিবপুজো করবেন বিজেপি নেতারা। তাতে সামিল হচ্ছেন বঙ্গ বিজেপির নেতারাও। বাংলায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শিবপুজো করার কথা রয়েছে।
কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের ওয়েবসাইট অনুযায়ী, বিখ্যাত ধর্মীয় স্থানটি ‘স্বর্ণ মন্দির’ নামেও পরিচিত। বহু পুরনো মানচিত্রে এই নামের উল্লেখ দেখা যায়। সোমবার প্রধানমন্ত্রী কাশীতে আসার আগে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে। অতিরিক্ত বাহিনীর সহায়তায় পুলিশের একটি দল মন্দির চত্বরে, পাবলিক স্কোয়ারে মোতায়েন করা হয়েছে। সবকিছু যাতে সুষ্ঠুভাবে হয় তা নিশ্চিত করতে রাস্তাতেও বাড়ানো হয়েছে টহলদারি।
বারাণসীর একজন সিনিয়র পুলিশ আধিকারিক বলেছেন, “এই অনুষ্ঠানের গুরুত্ব বুঝে, শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে মন্দির এবং করিডরের আশেপাশের এলাকায় বাড়তি নজর দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিশিষ্ট অতিথি ও মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।”
বিজেপি নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী দু’দিন বারাণসীতে থাকবেন। প্রথম দিন বাবা কাল ভৈরবের পুজো করে প্রথমে ললিতা ঘাটে পৌঁছবেন। সেখান থেকে বাবা বিশ্বনাথ ধামে পৌঁছাবেন। অনুষ্ঠানের শেষে, তিনি সমস্ত মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে গঙ্গা আরতিতে অংশ নেবেন।
তিনি আরও জানান, দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী দেশ বিভিন্ন রাজ্যগুলি থেকে আসা মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা করবেন। এর পরে, প্রধানমন্ত্রী বারাণসীর ওমরাহতে স্বরভেদ মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে দেশবাসীর উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন : Ayodhya Ram Temple: ‘রাম মন্দির হবে হিন্দুত্বের প্রতীক, ঠিক ভ্যাটিক্যান, মক্কার মতো…’