Yashobhoomi Convention Centre: চোখ ধাঁধানো অন্দরসজ্জা, জন্মদিনে যশোভূমি কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 16, 2023 | 1:26 PM

PM Narendra Modi: যশোভূমি কনভেনশন সেন্টারে যে বিশাল বড় ও বিলাসবহুল বলরুম তৈরি করা হয়েছে, তাতে কমপক্ষে ২৫০০ অতিথি বসতে পারবেন। অতিথিদের নিরাপত্তার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্য়বস্থাও রয়েছে এই কনভেনশন সেন্টারে। পাশাপাশি এই কনভেনশন সেন্টারে রয়েছে ১ লক্ষ ৭ হাজার স্কোয়ার মিটারের বিশাল এগজিবিশন এরিয়া।

Yashobhoomi Convention Centre: চোখ ধাঁধানো অন্দরসজ্জা, জন্মদিনে যশোভূমি কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
যশোভূমি কনভেনশন সেন্টার।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: নিজের জন্মদিনে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের প্রথম ধাপের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দ্বারকায় এই কনভেনশন সেন্টারের নাম দেওয়া হয়েছে যশোভূমি (Yashobhoomi)। কেন্দ্রীয় সূত্রে খবর, রবিবারই দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী। দ্বারকার সেক্টর ২১ থেকে দ্বারকার সেক্টর ২৫-এ একটি নতুন মেট্রো স্টেশনের উদ্বোধন করা হবে।

৭৩০০০ স্কোয়ার মিটারের উপরে তৈরি এই যশোভূমি সেন্টার তৈরি করতে খরচ হয়েছে ৪৪০০ কোটি টাকা। এই কনভেনশন সেন্টারে রয়েছে ঝা চকচকে ১৫টি কনভেনশন রুম। রয়েছেএকটি মেইন অডিটোরিয়াম। এছাড়াও বিশাল একটি বলরুম ও ১৩টি মিটিং রুম রয়েছে, যেখানে একসঙ্গে ১১ হাজার অতিথি বসতে পারবেন।

যশোভূমি কনভেনশন সেন্টারে যে বিশাল বড় ও বিলাসবহুল বলরুম তৈরি করা হয়েছে, তাতে কমপক্ষে ২৫০০ অতিথি বসতে পারবেন। অতিথিদের নিরাপত্তার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্য়বস্থাও রয়েছে এই কনভেনশন সেন্টারে। পাশাপাশি এই কনভেনশন সেন্টারে রয়েছে ১ লক্ষ ৭ হাজার স্কোয়ার মিটারের বিশাল এগজিবিশন এরিয়া। এখানে বিশ্বের সবথেকে বড় বড় মিটিং, কনভারেন্স, এগজিবিশনের আয়োজন করা সম্ভব।  প্লেনারি হলে একসঙ্গে ৬ হাজার অতিথি বসতে পারবেন।

এই কনভেনশন সেন্টার দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের সঙ্গে যুক্ত থাকবে। একইসঙ্গে উদ্বোধন করা হবে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ মেট্রো স্টেশন। উদ্বোধনের দিনই দুপুর ৩টে থেকে এই নতুন স্টেশনে মেট্রো পরিষেবা চালু হবে। নতুন মেট্রো স্টেশনে তিনটি সাবওয়ে থাকবে, যা এগজিবিশন হল, কনভেনশন সেন্টার ও সেন্ট্রাল এরিনার সঙ্গে যুক্ত থাকবে। দ্বিতীয় সাবওয়েটি দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত থাকবে এবং তৃতীয় সাবওয়েটি যশোভূমি এগজিবিশন হলের সঙ্গে  যুক্ত থাকবে। এই নতুন মেট্রো স্টেশন তৈরি হওয়ার ফলে নয়া দিল্লি থেকে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ অবধি যেতে সময় লাগবে মাত্র ২১ মিনিট।

Next Article