PM Narendra Modi: আরও সহজ হবে মন্দির শহরে যাতায়াত, মহারাষ্ট্রে দুটি সড়কের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 08, 2021 | 8:48 AM

PM Modi to lay Foundation stone of 2 Roads: সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে শ্রী সন্ত ধ্যানেশ্বর মহারাজ পালকি মার্গের ২২১ কিমি রাস্তা এবং শ্রী সন্ত তুকারাম মহারাজ পালকি মার্গের ১৩০ কিমি রাস্তা তৈরি করা হবে। যাতায়াতের সুবিধার জন্য দুটি রাস্তাই চার লেনের তৈরি করা হবে।

PM Narendra Modi: আরও সহজ হবে মন্দির শহরে যাতায়াত, মহারাষ্ট্রে দুটি সড়কের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: দেশের সার্বিক উন্নয়নের জন্য উন্নত সড়ক ও পরিবহন ব্যবস্থা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কথা মাথায় রেখেই আরও দুটি গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার দুপুরে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি মহারাষ্ট্রে (Maharashtra) চার লেনের দুটি গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। রবিবার প্রধানমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন এই কথা।

ধর্মীয় পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্যই এ দিন শ্রী সন্ত ধ্যানেশ্বর মহারাজ পালকি মার্গ(Shri Sant Dnyaneshshwar Maharaj Palkhi Marg)-র (৯৬৫ জাতীয় সড়ক) পাঁচটি অংশ এবং শ্রী সন্ত তুকারাম মহারাজ পালকি মার্গ(Sant Tukaram Maharaj Palkhi Marg)-র (জাতীয় সড়ক ৯৬৫ জি) তিনটি অংশের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পান্ধারপুর শহরে ধর্মীয় পর্যটকদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই নতুন দুই সড়ক পথের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের প্রকাশিত বিবৃতিতে।

রবিবার রাতে প্রধানমন্ত্রী মোদী নিজেও টুইট করে নতুন সড়কের কথা জানান। তিনি টুইটে লেখেন, “পান্ধারপুর বহু মানুষের হৃদয় জুড়ে রয়েছে। ওখানে অবস্থিত মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাজের সমস্ত শ্রেণীর মানুষই যান। আমিও পান্ধারপুরের পরিকাঠামো উন্নয়নের কাজে সামিল হব।”

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে শ্রী সন্ত ধ্যানেশ্বর মহারাজ পালকি মার্গের ২২১ কিমি রাস্তা এবং শ্রী সন্ত তুকারাম মহারাজ পালকি মার্গের ১৩০ কিমি রাস্তা তৈরি করা হবে। যাতায়াতের সুবিধার জন্য দুটি রাস্তাই চার লেনের তৈরি করা হবে। দুটি সড়ক তৈরি করতে মোট ১১ হাজার কোটি টাকা খরচ হবে। সন্ত ধ্যানেশ্বর মহারাজ পালকি মার্গের ২২১ কিমি রাস্তা তৈরি করতেই খরচ হবে ৬৬০০ কোটি টাকা। বাকি ৪৪০০ কোটি টাকা খরচ হবে সন্ত তুকারাম মহারাজ পালকি মার্গের ১৩০ কিমি রাস্তা তৈরিতে।

আরও পড়ুন: Tamil Nadu Rain: ভাসছে গাড়ি-বাড়ি, যাতায়াতে ভরসা নৌকাই! আগামী ২৪ ঘণ্টাও লাল সতর্কতা জারি দক্ষিণী রাজ্যে 

এছাড়াও, শ্রী সন্ত ধ্যানেশ্বর মহারাজ পালকি মার্গের অধীনে দিভাঘাট থেকে মহল অবধি চার লেনের একটি রাস্তা এবং  শ্রী সন্ত তুকারাম মহারাজ পালকি মার্গের অধীনে পাতাস থেকে তোন্দলে অবধিও চার লেনের একটি রাস্তা তৈরি করা হবে। এই অনুষ্ঠান থেকেই ২২৩ কিলোমিটারেরও বেশি সম্পূর্ণরূপে তৈরি সড়ক প্রকল্পের উদ্বোধন করা হবে। ১১৮০ কোটি টাকা খরচে এই মন্দির শহরেল যাতায়াতের জন্য যে বিভিন্ন জাতীয় সড়কগুলি তৈরি ও সংযুক্ত করা হয়েছে, তাও প্রধানমন্ত্রী দেশবাসীর সামনে তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গডকরি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Next Article