PM Modi to Visit Balasore: উদ্ধারকাজ খতিয়ে দেখতে বালেশ্বরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 03, 2023 | 12:11 PM

Coromandel Express Accident: দুর্ঘটনায় এখনও অবধি কমপক্ষে ২৩৮ জন মারা গিয়েছেন। আহত ৬০০-রও বেশি। আজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

PM Modi to Visit Balasore: উদ্ধারকাজ খতিয়ে দেখতে বালেশ্বরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাহানগার দুর্ঘটনাস্থল। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: বালেশ্বরে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। প্রথমে হামসফর এক্সপ্রেসের দুটি কামরা ও পরে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনায় এখনও অবধি কমপক্ষে ২৩৮ জন মারা গিয়েছেন। আহত ৯০০-রও বেশি। আজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)-ও রওনা দিয়েছেন বালেশ্বরের (Balsore) উদ্দেশে। সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

গতকাল দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজে সমস্ত রকমের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। প্রথমেই তিনি বালেশ্বরে যাবেন। দুপুর আড়াইটে নাগাদ তিনি ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে সোজা ঘটনাস্থলে পৌঁছবেন তিনি।

জানা গিয়েছে,  দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং উদ্ধারকাজ খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী মোদী। এরপরে সেখান থেকে কটক হাসপাতালে যাবেন তিনি। রেল দুর্ঘটনায় আহত শতাধিক যাত্রী ভর্তি রয়েছেন ওই হাসপাতালে। তাদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার রাতে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, আগে থেকেই হামসফর এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্য়ুত হয়েছিল। সেই কামরাতেই ধাক্কা মারে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এরপরে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। একনিমেষেই দুমড়ে মুচড়ে যায় কামরাগুলি। মালগাড়ির উপরে উঠে যায়। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের ২০টি বগি। দুর্ঘটনায় এখনও অবধি ২৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত কমপক্ষে ৯০০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহতদের ওড়িশার বালেশ্বর, কটক, ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ, বায়ুসেনা।

Next Article