
নয়াদিল্লি: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পরই সৌদি আরব সফর কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বুধবার ভোররাতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিন সকালে দিল্লি বিমানবন্দরে নামার পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
গতকাল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। নাম জেনে জেনে পর্যটকদের গুলি করা হয়। বেছে বেছে হিন্দু নিধন করে জেহাদি জঙ্গিরা। নৃশংস সেই হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। হামলার খবর পেয়েই সৌদি আরব থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন মোদী। জঙ্গিদের ছাড়া হবে না বলে কড়া বার্তা দেন।
মোদীর ফোন পাওয়ার পর উচ্চপর্যায়ের বৈঠক করেন শাহ। তারপর তড়িঘড়ি কাশ্মীর রওনা দেন। এদিকে, সৌদি আরব সফরও কাটছাঁট করার সিদ্ধান্ত নেন মোদী। এদিন সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছয় প্রধানমন্ত্রীর বিমান। বিমানবন্দরে তখন উপস্থিত ছিলেন অজিত ডোভাল, জয়শঙ্কর, বিক্রম মিশ্রি ও অন্য আধিকারিকরা। বিমানবন্দরেই তাঁদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর। হামলা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
বিমানবন্দরেই অজিত ডোভাল, এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর
সূত্রের খবর, এদিনই কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে বসতে পারে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। এদিকে, জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী।