জোশীমঠে বিপর্যয়: উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, বললেন ‘পাশে রয়েছে গোটা দেশ’

প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতীশ কুমার সহ বহু রাজনৈতিক নেতা টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন।

জোশীমঠে বিপর্যয়: উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, বললেন পাশে রয়েছে গোটা দেশ
ফাইল চিত্র।

|

Feb 07, 2021 | 2:36 PM

নয়া দিল্লি: আজ অসম ও পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে উত্তরাখণ্ডে বিপর্যয়ের ঘটনা পেয়েই তিনি খোঁজ নেন। ইতিমধ্যেই তিনি টুইট করেও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি টুইট বার্তায় লেখেন, “উত্তরাখণ্ডে যে দুঃখজনক ঘটনা ঘটেছে, তার উপর আমি ক্রমাগত নজরদারি রাখছি।”

টুইটবার্তায় তিনি লেখেন “গোটা দেশ উত্তরাখণ্ডের পাশে রয়েছে এবং সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করা হচ্ছে। উদ্ধারকার্যের বিষয়ে জানতে নিয়মিত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

গতকাল রাতে নন্দাদেবী হিমবাহের একটি অংশ জলাশয়ে ভেঙে  পড়ে। স্থানীয় ভাষায় এইধরনের পাহাড়ি জলাশয়গুলিকে “তাল” বলা হয়। সেই তাল থেকে জলোচ্ছাস প্রবল গতিতে নীচে নামতে থাকে। বরফ গলা জলের পাশাপাশি কাদা, পাথর, মাটিও ভেসে আসে। জলোচ্ছাসের কারণে অলকানন্দা নদীর আশেপাশের গ্রামগুলি বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতীশ কুমার সহ বহু রাজনৈতিক নেতা টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন।