PM Modi: মোদীকে ‘ভাইয়া’ বলে ছট গান বিহারের মহিলার, বড় বার্তা প্রধানমন্ত্রীর

PM Narendra Modi on Chhath Puja Songs: হিন্দু উৎসবগুলির অন্যতম এই ছট পুজো। প্রধানত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের পূর্বভাগে তা পালিত হয়। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তেও ছট উৎসবে অনেকে মেতে ওঠেন। নেপালের একাংশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয়রা এই উৎসব পালন করেন। এবছর চারদিনের এই ছট উৎসব শুরু হবে আগামিকাল (শনিবার)।

PM Modi: মোদীকে ভাইয়া বলে ছট গান বিহারের মহিলার, বড় বার্তা প্রধানমন্ত্রীর
ছট পুজোর গানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাইয়া বলে উল্লেখ বিহারের মহিলার

Oct 24, 2025 | 12:31 PM

নয়াদিল্লি: শনিবার থেকে শুরু ছট পুজো। তার আগে ছট পুজো সংক্রান্ত গান তাঁর সঙ্গে শেয়ার করার জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি জানালেন, সেইসব গান দেশবাসীর সঙ্গে শেয়ার করবেন। এদিকে, বিহারের এক মহিলা ছট পুজোর গানে প্রধানমন্ত্রী মোদীকে ‘ভাইয়া’ বলে উল্লেখ করেছেন।

শুক্রবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “প্রকৃতি ও সংস্কৃতির প্রতি নিবেদিত মহা উৎসব ছট আসন্ন। বিহার এবং দেশজুড়ে ভক্তরা ইতিমধ্যেই প্রস্তুতিতে ব্যস্ত। ছঠি মাইয়াকে উৎসর্গীকৃত গানগুলি এই পবিত্র অনুষ্ঠানের মহিমা আরও বাড়িয়ে তোলে। ছট পুজো সংক্রান্ত গানগুলি আমার সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাই। আগামি কয়েকদিন সেই গানগুলি আমি দেশবাসীর সঙ্গে শেয়ার করব।”

হিন্দু উৎসবগুলির অন্যতম এই ছট পুজো। প্রধানত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের পূর্বভাগে তা পালিত হয়। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তেও ছট উৎসবে অনেকে মেতে ওঠেন। নেপালের একাংশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয়রা এই উৎসব পালন করেন। এবছর চারদিনের এই ছট উৎসব শুরু হবে আগামিকাল (শনিবার)। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। সূর্য দেবতা ও ছঠি মাইয়ার পুজো করা হয় ছট উৎসবে। সুস্বাস্থ্য ও সমৃদ্ধির প্রার্থনা করেন সবাই।

ছট উৎসবের অন্যতম অংশ ছঠি মাইয়াকে উৎসর্গ করে গান। বিহারের এক মহিলা এই ছট গানেই প্রধানমন্ত্রী মোদীকে ভাইয়া বলে উল্লেখ করেছেন। প্রসঙ্গত, বিহারের মহিলাদের উন্নয়নের জন্য কিছুদিন আগেই ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ ওই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। সেইসময় তিনি বলেছিলেন, “প্রত্যেক ভাই তাঁর বোনেদের সুখী, সুস্থ এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হিসেবে দেখতে চান। এটাই আপনাদের দুই ভাই মোদী ও নীতীশ কুমার করার চেষ্টা করছেন।”