নয়া দিল্লি: রবিবার (৯ এপ্রিল), ইস্টার সানডের দিন নয়া দিল্লির ‘সেক্রেড হার্ট ক্যাথিড্রাল ক্যাথলিক চার্চ’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। খ্রিস্টান ধর্মমতে এই দিনেই যিশু খ্রিস্টের পুনরুত্থান ঘটেছিল। ক্রুশবিদ্ধ হওয়ার পরও বেঁচে উঠেছিলেন তিনি। সেই দিনটিকে স্মরণ করার জন্যই পালন করা হয় ইস্টার সানডে। এদিন নয়া দিল্লির সেক্রেড হার্ট ক্যাথিড্রাল ক্যাথলিক চার্চে ইস্টার উদযাপনের জন্য আসা প্রধানমন্ত্রী মোদীকে, ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান চার্চের পাদ্রিরা। প্রধানমন্ত্রীকে তাঁরা যিশুর একটি মূর্তিও উপহার দিয়েছেন।
Today, on the very special occasion of Easter, I had the opportunity to visit the Sacred Heart Cathedral in Delhi. I also met spiritual leaders from the Christian community.
Here are some glimpses. pic.twitter.com/7ig2Q4yHAT
— Narendra Modi (@narendramodi) April 9, 2023
সেক্রেড হার্ট ক্যাথিড্রাল ক্যাথলিক চার্চের পাদ্রিদের মতে, এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী তাঁদের চার্চে পা রাখলেন। সকলের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী এদিনের বিশেষ প্রার্থনায় অংশ নেন, যিশুর মূর্তির সামনে মোমবাতি জ্বালান। স্তোত্রপাঠ শেষ না হওয়া পর্যন্ত তিনি চার্চেই বসেছিলেন। যিশুর স্মারক মূর্তি উপহার পাওয়ার পর, গির্জা চত্বরে একটি গাছও লাগান প্রধানমন্ত্রী। পাদ্রিরা আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁদের গাছের যত্ন নিতে এবং জল বাঁচাতে ‘ড্রিপ ইরিগেশন’ পদ্ধতি প্রয়োগ করার পরামর্শ দেন। পাদ্রিরা আরও জানিয়েছেন, এই পদ্ধতিটি তাঁদের আগে জানা ছিল না।
Some more pictures from the Sacred Heart Cathedral, Delhi on Easter.
May this day further happiness and harmony in society. pic.twitter.com/970eHYmrAn
— Narendra Modi (@narendramodi) April 9, 2023
প্রধানমন্ত্রীর সফরের আগে, গির্জার অন্যতম পাদ্রি ফ্রান্সিস স্বামীনাথন বলেছিলেন, প্রধানমন্ত্রীর সফর সংখ্যালঘুদের প্রতি তার সমর্থনের পরিচয়। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আমাদের গির্জায় আসছেন এবং আমরা তাঁর আগমন নিয়ে খুবই উত্তেজিত। আমি মনে হয়, এই প্রথম কোনও প্রধানমন্ত্রী একটি গির্জা পরিদর্শনে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনই একটি বড় বার্তা। আমরা জানি তিনি খ্রিস্টান-সহ সমস্ত সংখ্যালঘুদের বিষয়ে চিন্তা করেন। প্রধানমন্ত্রী মোদী ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা মনে করি, আমরা সবসময়ই তাঁর সমর্থন পাব।”
Easter celebrations in Delhi! pic.twitter.com/J0gz9RhhLj
— Narendra Modi (@narendramodi) April 9, 2023
প্রসঙ্গত, ক্যাথলিক খ্রীষ্টধর্মের প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদীর অত্যন্ত ভাল সম্পর্ক রয়েছে। মার্চের শুরুতেই শ্বাসকষ্ট নিয়ে ইটালির রোমের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোপ ফ্রান্সিস। পরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছেন, পোপ ফ্রান্সিস ব্রঙ্কাইটিসে ভুগছেন। চিকিৎসার জন্য তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী সেই সময় পোপের দ্রুত আরোগ্য কামনা করেছিলেন। তার আগে ২০২১ সালের অক্টোবরে, ইউরোপ সফরের সময় ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সময় তাঁকে ভারত সফরের জন্য আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী।