নাগপুর: রাস্তার দু’ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ। মোদী, মোদী স্লোগান দিচ্ছেন তাঁরা। আর গাড়ি থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই ছবি ধরা পড়ল মহারাষ্ট্রের নাগপুরে। এদিন নাগপুরে ‘বিশেষ’ এই সফরের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। নাগপুরের মানুষকে ধন্যবাদ জানান।
এদিন নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরের যান মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার আরএসএসের সদর দফতরে পা রাখলেন। তিনি দ্বিতীয় ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রী থাকাকালীন আরএসএসের সদর দফতরে গেলেন। এর আগে ২০০০ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন আরএসএস সদর দফতরে এসেছিলেন অটলবিহারী বাজপেয়ি।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষে নাগপুরে তাদের সদর দফতরে এদিন সকালে পৌঁছন মোদী। তখন তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সঙ্ঘ প্রধান মোহন ভগবতকে। স্মৃতি মন্দিরে যান তিনি। আরএসএস প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধার্ঘ জানান। মোদী বলেন, “সঙ্ঘের এই শতবর্ষের যাত্রা গৌরবময়। যে বীজ ১০০ বছর আগে রোপণ করা হয়েছিল। তা আজ নিজেদের আদর্শের হাত ধরে আধুনিক ভারতের অক্ষয় বটবৃক্ষে পরিণত হয়েছে।”
Here are highlights from a very special Nagpur visit! Thankful to the people of Nagpur for the affection. pic.twitter.com/9rKMXi1AXk
— Narendra Modi (@narendramodi) March 30, 2025
১৪ এপ্রিল বাবাসাহেব আম্বেদকরের ১৩৫ তম জন্মজয়ন্তী। তার আগে এদিন নাগপুরে দীক্ষা ভূমি যান মোদী। ১৯৫৬ সালে এই দীক্ষা ভূমিতে বাবাসাহেব আম্বেদকর বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। সেখানে গিয়ে বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধার্ঘ্য জানান প্রধানমন্ত্রী।
এদিন নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। মাধব নেত্রালয় আই ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের নতুন একটি সেন্টার।