PM Narendra Modi: ‘কৃষ্ণ ভজন’ গেয়ে মোদীকে স্বাগত, রাশিয়ায় উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ নমো

Oct 22, 2024 | 10:27 PM

PM Narendra Modi: নরেন্দ্র মোদীর সামনে নৃত্য পরিবেশনের পর এক শিল্পী সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নৃত্য পরিবেশন নিয়ে আমরা খুব উত্তেজিত ছিলাম। একটু নার্ভাস লাগছিল। এই নাচের জন্য আমরা প্রায় ৩ মাস অনুশীলন করেছি।"

PM Narendra Modi: কৃষ্ণ ভজন গেয়ে মোদীকে স্বাগত, রাশিয়ায় উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ নমো
কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

কাজান: ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কাজান শহরে হোটেলে পা রাখার পর মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কৃষ্ণভজন গেয়ে মোদীকে স্বাগত জানান রাশিয়ানরা। ‘মোদী, মোদী’ স্লোগান দেন প্রবাসী ভারতীয়রা। উষ্ণ এই অভ্যর্থনা পেয়ে মুগ্ধ নমো।

এদিন এক্স হ্যান্ডলে ৩ মিনিট ৫ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী কাজানের হোটেলে পৌঁছানোর পর তাঁকে কৃষ্ণ ভজন গেয়ে স্বাগত জানানো হচ্ছে। কৃষ্ণ ভজন গাইছেন রাশিয়ানরা। মন দিয়ে সেই ভজন শুনলেন মোদী। এরই মধ্যে প্রবাসী ভারতীয় ‘মোদী, মোদী’ স্লোগান দেন। ‘ভারত মাতা কি জয়’ বলেও স্লোগান দেন তাঁরা। আবার হোটেলে ভারতীয় নৃত্য পরিবেশন করেন রাশিয়ানরা। তাঁদের পরনে ছিল ভারতীয় পোশাক। বিশ্বজুড়ে ভারতীয় সংস্কৃতির এই জনপ্রিয়তা দেখে তিনি যারপরনাই আহ্লাদিত বলে জানিয়েছেন মোদী।

এই খবরটিও পড়ুন

মোদীর সামনে নৃত্য পরিবেশনের পর এক শিল্পী সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নৃত্য পরিবেশন নিয়ে আমরা খুব উত্তেজিত ছিলাম। একটু নার্ভাস লাগছিল। এই নাচের জন্য আমরা প্রায় ৩ মাস অনুশীলন করেছি।” নাচ দেখে প্রধানমন্ত্রী মোদী তাঁদের প্রশংসা করেছেন বলে জানান ওই শিল্পী।

এর আগে এদিন কাজানে পা রাখার পর এক্স হ্যান্ডলে মোদী লেখেন, “ব্রিকস সম্মেলনে যোগ দিতে কাজানে পৌঁছেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ সম্মেলন। এই সম্মেলনের আলোচনা বিশ্বকে আরও সুন্দর করতে ভূমিকা রাখবে।”

Next Article