গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী, প্রশংসা নেতানিয়াহুর নেতৃত্বেরও

PM Modi-Donald Trump: জানা গিয়েছে, ইজরায়েল-হামাসের শান্তিচুক্তি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বন্দি আদান-প্রদান করা হবে। ইজরায়েল প্রায় ২০০০ প্যালেস্তাইনিদের মুক্তি দেবে, এর বদলে হামাস সকল পণবন্দিদের মুক্তি দেবে। গাজা ছেড়ে যেতে হবে না প্যালেস্তানীয়দের। ইজরায়েল সেনা প্রত্যাহার করে নেবে।

গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী, প্রশংসা নেতানিয়াহুর নেতৃত্বেরও
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Oct 09, 2025 | 11:34 AM

নয়া দিল্লি: গাজায় প্রথম দফায় সংঘর্ষবিরতিতে সম্মতি জানিয়েছে ইজরায়েল ও হামাস। এই সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসাও করেন তিনি। বলেন, “এটা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শক্তিশালী নেতৃত্বের প্রতিচ্ছবি।”

গতকালই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন যে দুই বছরের সংঘাতে ইতি টেনে হামাস ও ইজরায়েল বন্দিদের মুক্তি দিতে সম্মত হয়েছে। ২০ দফা যে শান্তি প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প, তার অধিকাংশই মেনেছে হামাস। শান্তিচুক্তির প্রথম ধাপ এটা।

এ দিন, ৯ অক্টোবর প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন যে বন্দিদের মুক্তি ও ত্রাণ সাহায্য আরও বৃদ্ধি পাওয়ায় গাজার মানুষেরা উপকৃত হবেন এবং দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে।

জানা গিয়েছে, ইজরায়েল-হামাসের শান্তিচুক্তি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বন্দি আদান-প্রদান করা হবে। ইজরায়েল প্রায় ২০০০ প্যালেস্তাইনিদের মুক্তি দেবে, এর বদলে হামাস সকল পণবন্দিদের মুক্তি দেবে। গাজা ছেড়ে যেতে হবে না প্যালেস্তানীয়দের। ইজরায়েল সেনা প্রত্যাহার করে নেবে।

ট্রাম্প লেখেন, “এটা ইজরায়েল, পার্শ্ববর্তী সকল দেশ, আমেরিকা, আরব ও মুসলিম বিশ্বের কাছে একটা বিশেষ দিন।  আমরা কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদেরও ধন্যবাদ জানাই, যারা এই ঐতিহাসিক ও অভূতপূর্ব ঘটনা ঘটাতে সাহায্য করেছে।”