PM Modi: শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে প্রধানমন্ত্রী, হেমন্তকে জড়িয়ে ধরে সান্ত্বনা মোদীর

PM Modi: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করে এদিন সকালে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছিলেন, "শিবু সোরেন একজন তৃণমূল স্তরের নেতা। যাঁর নিষ্ঠা জনগণের প্রতি ছিল অটল। তিনি তাঁর গোটা জীবন ধরে আদিবাসী সমাজের মানুষদেরই মূলস্রোতে তুলে আনার চেষ্টা চালিয়ে গিয়েছেন। তাঁর প্রয়াণে আমি দুঃখিত। ওনার পরিবার-পরিজনদের প্রতি আমার সমবেদনা।" এরপর শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে গঙ্গারাম হাসপাতালে যান প্রধানমন্ত্রী।

PM Modi: শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে প্রধানমন্ত্রী, হেমন্তকে জড়িয়ে ধরে সান্ত্বনা মোদীর
শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে গঙ্গারাম হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: X handle

Aug 04, 2025 | 4:58 PM

নয়াদিল্লি: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের প্রয়াণের খবর পেয়েই শোক প্রকাশ করেছিলেন। এবার শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে নয়াদিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার হাসপাতালে গিয়ে প্রয়াত শিবু সোরেনের পরিজনদের সঙ্গেও প্রধানমন্ত্রী দেখা করেন। তাঁদের সমবেদনা জানান।

কিডনির সমস্যা নিয়ে দীর্ঘ একমাসের বেশি গঙ্গারাম হাসপাতালে ভর্তি ছিলেন বছর একাশির শিবু সোরেন। এদিন সকালে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। শিবু সোরেনের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান তাঁর পুত্র তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

হেমন্ত সোরেনকে সান্ত্বনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করে এদিন সকালে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছিলেন, “শিবু সোরেন একজন তৃণমূল স্তরের নেতা। যাঁর নিষ্ঠা জনগণের প্রতি ছিল অটল। তিনি তাঁর গোটা জীবন ধরে আদিবাসী সমাজের মানুষদেরই মূলস্রোতে তুলে আনার চেষ্টা চালিয়ে গিয়েছেন। তাঁর প্রয়াণে আমি দুঃখিত। ওনার পরিবার-পরিজনদের প্রতি আমার সমবেদনা।” এরপর শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে গঙ্গারাম হাসপাতালে যান প্রধানমন্ত্রী। হেমন্ত সোরেনকে সমবেদনা জানান তিনি। মোদীর সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় হেমন্ত সোরেনকে। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।

শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এদিন গঙ্গারাম হাসপাতালে যান। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও গঙ্গারাম হাসপাতালে গিয়েছিলেন। জানা গিয়েছে, এদিন সন্ধেতেই শিবু সোরেনের মৃতদেহ রাঁচীতে নিয়ে যাওয়া হবে।