
নয়াদিল্লি: সুন্দর পিচাই থেকে সত্য নাদেল্লা। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ। রজনীকান্ত থেকে চিরঞ্জীবী। বিভিন্ন ক্ষেত্রের দিকপালদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে আজ কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ-বিদেশের এই বিখ্যাত ব্যক্তিরা WAVES (ওয়ার্ল্ড অডিয়ো ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট)-র উপদেষ্টা বোর্ডের সদস্য।
WAVES সামিটে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের দিকপালরা জড়ো হন। WAVES সামিটের উপদেষ্টা বোর্ডের সদস্যদের সঙ্গেই শুক্রবার রাত ৯টা থেকে ভিডিয়ো কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী। ওই উপদেষ্টা বোর্ডে বাণিজ্য, প্রযুক্তি, সিনেমাজগতের তারকারা রয়েছেন। সিনেমা জগত থেকে যেমন রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, চিরঞ্জীবী, মোহনলাল, রজনীকান্ত, অক্ষয় কুমার, আমির খান, এ আর রহমান, রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনরা। বাণিজ্য ও প্রযুক্তি জগত থেকে রয়েছেন সুন্দর পিচাই, সত্য নাদেল্লা, মুকেশ অম্বানী এবং আনন্দ মাহিন্দ্রা।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এই উপদেষ্টা বোর্ডের সদস্যদের সঙ্গে ভারতীয় সংস্কৃতি ও প্রযুক্তির প্রভাব-সহ নানা ইস্যুতে আলোচনা হবে। ডিজিটাল ও সৃজনশীল অর্থনীতিতে ভারতের অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক WAVES ২০২৫-এর আয়োজন করেছে। ৫ ফেব্রুয়ারি সামিট শুরু হয়েছে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমে ঠিক ছিল গত বছরের নভেম্বরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার সঙ্গে এই সম্মেলন হবে। সেটাই পিছিয়ে ফেব্রুয়ারির শুরুতে করা হয়।