PM Modi UAE Visit: নতুন বছরে নমোর প্রথম গন্তব্য দুবাই, স্বাক্ষর হবে মুক্ত বাণিজ্য চুক্তি

PM Modi's First International Visit will be UAE: এই সফরেই সাক্ষর হতে পারে ভারত-সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে মুক্ত বাণিজ্যের চুক্তি। দীর্ঘদিন ধরেই এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল।

PM Modi UAE Visit: নতুন বছরে নমোর প্রথম গন্তব্য দুবাই, স্বাক্ষর হবে মুক্ত বাণিজ্য চুক্তি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 7:01 AM

নয়া দিল্লি: দেশের বাণিজ্যক্ষেত্রকে আরও উন্নত করে তোলার উপর বরাবরই জোর দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। এবার মুক্ত বাণিজ্যের চুক্তি (Free Trade Agreement) করতে সংযুক্ত আরব আমিরশাহি(UAE)-তে যাচ্ছেন তিনি। আগামী ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) সংযুক্ত আরব আমিরশাহিতে যাবেন বলে সূত্রের খবর। আগামী বছরে এটিই প্রথম আন্তর্জাতিক সফর হতে চলেছে প্রধানমন্ত্রীর।

জানা গিয়েছে, এই সফরে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল দুবাই এক্সপো (Dubai Expo)। বিভিন্ন দেশের সংস্কৃতি থেকে শুরু করে মহাকাশ গবেষণা, সবকিছুর সংমিশ্রণ দেখা যায় দুবাই এক্সপোতে। প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহির সফরে তিনি ভারতের প্যাভিলিয়ন ঘুরে দেখবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ১ অক্টোবরই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পিযুষ গয়াল (Piyush Goyal) দুবাই এক্সপোয় ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধন করেছিলেন। সেখানে ভারতীয় সংস্কৃতি, যোগাসন, আয়ুর্বেদ থেকে শুরু করে মহাকাশ গবেষণা-সবকিছু এক ছাদের নীচেই তুলে ধরা হয়েছে। এই প্যাভিলিয়নে রাম মন্দিরের একটি প্রতিকৃতিও রাখা রয়েছে। ইতিমধ্যেই বিশ্বের একাধিক শীর্ষ নেতা ভারতীয় প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন।

সূত্রের খবর, এই সফরেই সাক্ষর হতে পারে ভারত-সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে মুক্ত বাণিজ্যের চুক্তি। দীর্ঘদিন ধরেই এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। চলতি মাসেই একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গয়ালও বলেছিলেন, ভারতের কাছে বড় সাফল্য হয়ে দাঁড়াবে এই চুক্তি। এই চুক্তি সাক্ষর হলে বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্যোগের জন্য একাধিক দরজা খুলে যাবে।

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরশাহির কাছে ভারতই দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ছিল। প্রায় ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সাক্ষর হয়েছিল দুই দেশের মধ্যে। এছাড়া সে দেশের তরফে ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও পরিকাঠামো গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

২০১৪ সালে প্রধানমন্ত্রীর গদিতে বসার পর থেকেই নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহি সহ মধ্য প্রাচ্যের দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য়ে কাজ করেছেন। তিনি ২০১৫, ২০১৮ ও ২০১৯ সালে আরবে গিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরশাহির তরফ থেকেও সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

অন্যদিকে, আবু ধাবির রাজা শেখ মহম্মদ বিন জায়েদও ২০১৬ সালে ভারত সফরে এসেছিলেন। ২০১৭ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে এসেছিলেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতেই এবার আরবে যাবেন প্রধানমন্ত্রী মোদী।

আগে জানা গিয়েছিল, আসন্ন সফরে কুয়েত যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, পরিকল্পনায় কিছু পরিবর্তন করা হয়েছে। তিনি কুয়েত যাবেন না। তবে সম্প্রতিই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কুয়েতের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ায়, তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে আসতে পারেন।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহির জনসংখ্য়ার একটি বড় অংশই হল প্রবাসী ভারতীয়। প্রায় ৩৩ লক্ষেরও বেশী ভারতীয় পেটের দায়ে সে দেশে বসবাস করেন। আরবে প্রবাসী ভারতীয়দের মধ্যে কেরলের বাসিন্দাদের সংখ্যাই সর্বাধিক। এরপরই তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশের বাসিন্দারা রয়েছেন। উত্তর ভারতের একাধিক রাজ্যের বাসিন্দারাও কর্মসূত্রে দুবাই সহ একাধিক জায়গায় বসবাস করেন।