PM Modi: খরচ হয়েছে ১১ হাজার কোটি টাকা, মোদীর হাত ধরেই নির্ঝঞ্ঝাট হল দ্বারকার পথ

PM Modi: একই সঙ্গে এটি যশভূমি, দিল্লি মেট্রো রেলের ব্লু লাইন, অরেঞ্জ লাইন এবং বিজয়াসন রেলওয়ে স্টেশন ও দ্বারকা ক্লাস্টার বাস ডিপো  যাওয়ার রাস্তাটিকে জুড়ে দিচ্ছে এই অংশ।

PM Modi: খরচ হয়েছে ১১ হাজার কোটি টাকা, মোদীর হাত ধরেই নির্ঝঞ্ঝাট হল দ্বারকার পথ
প্রধানমন্ত্রী মোদী (ফাইল ছবি)Image Credit source: PTI

|

Aug 16, 2025 | 9:09 PM

নয়াদিল্লি: রবিবার দেশের অন্যতম দু’টি সড়ক উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে দিল্লির রোহিনীতে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে এই নতুন জাতীয় সড়কগুলির উদ্বোধন করতে চলেছেন তিনি। যার মোট মূল্য প্রায় ১১ হাজার কোটি টাকা।

পিএমও সূত্রে জানা গিয়েছে, এই ১১ হাজার কোটি টাকা দিয়ে দিল্লির দ্বারকা সেকশন এবং শহরাঞ্চল সড়ক সংযোজন বা আর্বান এক্সটেনশন রোড-২ প্রজেক্টের কাজ হয়েছে। যা দিন পেরতেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে এর ফলে কি রাজধানীর মানুষের সুবিধা হবে? একাংশ বলছেন, অবশ্যই হবে। অন্তত দ্বারকা-যুক্তকারী সড়ক সংলগ্ন এলাকার যানজট অনেকটা কমবে।

পিআইবি তরফে জানা গিয়েছে, দিল্লি অঞ্চলের দ্বারকা সেকশন, যা প্রায় ১০ কিলোমিটার এলাকা। শুধুমাত্র এই অংশ তৈরি করতে খরচ পড়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার একটু কম। শুনে মনে হচ্ছে ১০ কিলোমিটার পথ তৈরিতে এত টাকা? পিআইবি জানিয়েছে, দ্বারকা সেকশন একাধিক রাস্তার সংযোগস্থল। একই সঙ্গে এটি যশভূমি, দিল্লি মেট্রো রেলের ব্লু লাইন, অরেঞ্জ লাইন এবং বিজয়াসন রেলওয়ে স্টেশন ও দ্বারকা ক্লাস্টার বাস ডিপো  যাওয়ার রাস্তাটিকে জুড়ে দিচ্ছে এই অংশ।

অন্যদিকে, আর্বান এক্সটেনশন রোড-২ প্রোজেক্ট তৈরিতে খরচ হয়ে গিয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার অধিক। যা আলিপুর থেকে দিচাওন কলন স্ট্রেচ অবধি রাস্তা জুড়েছে। একই ভাবে এই প্রোজেক্টের আওতাতেই তৈরি হয়েছে বাহাদূরগড় ও সোনিপথের রাস্তা। যা দিল্লির অভ্যন্তরীণ এলাকাগুলির যানজটে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। যান চলাচলকে মসৃণ ও নির্ঝঞ্ঝাট করবে।