
বেঙ্গালুরু: সমাজে পুলিশের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। সমাজের অন্যায়, অপরাধের মতো ঘটনায় শাস্তি দেওয়াই পুলিশের কাজ। তবে সর্ষের মধ্যেই যদি ভূত থাকে, তাহলে সেটা সাধারণ মানুষের চিন্তার বিষয় হয়ে ওঠে। এবারই পুলিশের হাতে গ্রেফতার হলেন পুলিশেরই এক কনস্টেবল। চোরের সঙ্গে হাত মিলিয়ে চুরি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একটি বাড়িতে নয়, পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় নাম জড়িয়েছে ওই কনস্টেবলের। কর্নাটকের বেঙ্গালুরুতে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইয়েলাপ্পা এন্নুওয়াথন নামে এক পুলিশকর্মীকে। বেঙ্গালুরুর জ্ঞানভারতী থানার পুলিশ গ্রেফতার করেছে ওই ব্যক্তিকে।
বেঙ্গালুরুর চন্দ্রালায়ত নামে একটি জায়গায় কিছুদিন আগে একটি বাড়িতে চুরির অভিযোগ ওঠে। পুলিশের তদন্তে উঠে আসে ইয়েলাপ্পার নাম। এরপরই তাঁর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। চন্দ্রালায়ত, চিক্কা জালা ও বনশঙ্করী এলাকায় তিনটি চুরির ঘটনায় নাম জড়ানোর পর ইয়েলাপ্পাকে সাসপেন্ড করে পুলিশ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।
প্রাথমিকভাবে চুরির তদন্তের সময় ইয়ালাপ্পার মুখ থেকে কিছু শুনতে পায়নি পুলিশ। অভিযোগ উঠলেও কিছুই স্বীকার করেননি ওই ব্যক্তি। প্রাথমিকভাবে ইয়েলাপ্পার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, তবে তেমন কোনও প্রমাণ পাচ্ছিল না পুলিশ। এরপর তদন্ত চলাকালীন চুরি হয়ে যাওয়া জিনিস উদ্ধার করে ইয়েলাপ্পাকে তাঁর গ্রামে নিয়ে যাওয়া হয়, আর তখনই ঘটে বিপত্তি। ওই কনস্টেবল আত্মহত্যা করার হুমকি দিতে থাকেন। এরপরই সবটা সামনে আসে। পুলিশ বুঝতে পারে কীভাবে চোরদের সঙ্গে হাত মিলিয়ে দিনের পর দিন চুরি করেছেন ইয়েলাপ্পা। এরপর গ্রেফতার করা হয় তাঁকে।