ধর্ষণের অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের হেড কনস্টেবল

arunava roy |

Jun 21, 2021 | 5:02 PM

এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার (Arrested) করা হয়েছে পুলিশ কনস্টেবলকে। ঠিক কী হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে কড়া শাস্তি হবে।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের হেড কনস্টেবল
প্রতীকী ছবি

Follow Us

বুলন্দশহর: রক্ষকই যখন ভক্ষক। ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ (Utta Pradesh)। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোদ পুলিশ কনস্টেবল। এক মহিলা ধর্ষণের (Rape) অভিযোগ দায়ের করেছিলেন তার বিরুদ্ধে। ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পাশাপাশি নিরাপত্তা নিয়েও চিন্তা প্রকাশ করেছেন বহু মানুষ।

ধর্ষিত মহিলা আরও অভিযোগ করেন, তার স্বামী, সতীন ও শাশুড়ি মদত দিয়েছিল ওই পুলিশ কর্তাকে। সে জন্যই এই ঘটনা ঘটেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুলন্দশহর এলাকায়। আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশ কনস্টেবলের পাশাপাশি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ওই মহিলার শাশুড়িও।

বুলন্দশহরের পুলিশ কর্তা সন্তোষকুমার সিং জানিয়েছেন, এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পুলিশ কনস্টেবলকে। ঠিক কী হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে কড়া শাস্তি হবে বলে জানিয়েছেন তিনি। ঘটনার সমালোচনা করেছেন সারা দেশের মানুষ।

আরও পড়ুন: গাছ লাগালে পরীক্ষায় পাওয়া যাবে অতিরিক্ত নম্বর, ঘোষণা খট্টরের

Next Article