নয়ডা: ফ্রাইডে নাইট। পার্টি তো বানতা হ্যায়। অভিজাত সোস্যাইটিতে চলছিল পার্টি। সেখানে মদ-মোচ্ছবের অত্যাচারে প্রাণ ওষ্ঠাগত বাসিন্দাদের। বাধ্য হয়েই ফোন করতে হয় পুলিশকে। পুলিশ আসতেই যা দেখল, তাতে চক্ষু চড়কগাছ। দেখা গেল, ফ্ল্যাটেই বসেছিল রেভ পার্টি। তাতে সামিল হয়েছিল কলেজ পড়ুয়ারা, যাদের মধ্যে অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।
ঘটনাটি ঘটেছে নয়ডার একটি নামকরা সোস্যাইটিতে। কলেজে পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয়েছিল রেভ পার্টির। পুলিশ হানা দিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে। নিষিদ্ধ মাদকও ছিল বলে অনুমান। তবে সেই মাদকের হদিস পায়নি পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে নয়ডার একটি নামকরা সোস্যাইটির একটি ফ্ল্যাটে রেভ পার্টি চলছিল। ২০ জনেরও বেশি পড়ুয়া এই পার্টিতে সামিল হয়েছিল বলে জানা গিয়েছে। একাধিক পড়ুয়াকে আটক করা হয়েছে, যাদের বয়স ২১ বছরের নীচে। উত্তর প্রদেশে মদ্যপানের আইনি বয়সসীমা হল ২১ বছর।
ওই আবাসনের বাসিন্দাদের অভিযোগ, চিৎকার-চেঁচামেচি, হই-হল্লায় অতিষ্ঠ হয়ে তারা অভিযোগ জানাতে গেলে পডুয়ারা তাদের সঙ্গে অভব্য আচরণ করে। এমনকী, ফ্ল্যাটের ব্যালকনি থেকে মদের বোতলও ছুড়ে মারে।
তদন্তে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই রেভ পার্টিতে আমন্ত্রণ পাঠানো হয়েছিল পড়ুয়াদের। এই পার্টিতে ঢোকার জন্য এন্ট্রি ফি-ও ছিল। মহিলাদের ক্ষেত্রে ৫০০ টাকা, যুগলদের ক্ষেত্রে ৮০০ টাকা এবং পুরুষদের ক্ষেত্রে ১০০০ টাকা এন্ট্রি ফি ধার্য করা হয়েছিল।