হাতে আর ১২ মিনিট…, সব শেষের আগেই দুয়ারে পুলিশ
India News: ফল অনেক সময়ই ভয়ঙ্কর হয়ে ওঠে। এক যুবকের ক্ষেত্রে এমনই হয়ে উঠতে পারত। চরম সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। তা কার্যকরও করতে যাচ্ছিলেন সেই যুবক।

হাড়হিম করা ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক ভিডিয়ো। যা চমকে দেওয়ার মতোই। মানসিক স্বাস্থ্য খুবই জরুরি। অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেন না। যার ফল অনেক সময়ই ভয়ঙ্কর হয়ে ওঠে। এক যুবকের ক্ষেত্রে এমনই হয়ে উঠতে পারত। চরম সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। তা কার্যকরও করতে যাচ্ছিলেন সেই যুবক। ঠিক সেই সময়ই রক্ষাকর্তা হয়ে উদয় হল পুলিশ।
উত্তরপ্রদেশের দেবরিয়ার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো। মাত্র ২১ বছরের এক যুবক ইনস্টাগ্রামে পোস্ট করেন, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আত্মহত্যা করতে চলেছি। মেটা অর্থাৎ ইন্সটাগ্রাম, ফেসবুকের যে সংস্থা এই তথ্যটি দ্রুতই নোটিফাই করে উত্তরপ্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া সেলে। ডিজিপির নজরে এই তথ্য আসতেই দ্রুত অ্যাকশন নেয় পুলিশ। মাত্র ১২ মিনিটের মধ্যেই আত্মহত্যা করতে যাওয়ার পোস্ট করা সেই যুবকের দরজায় হাজির পুলিশ। তাঁকে জীবনের চরম সিদ্ধান্ত নেওয়া থেকে আটকায়।
পুলিশ সূত্রে খবর, সেই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশ গিয়ে ডাকেন তাঁকে। কিন্তু কাজ না হওয়ায় নিজেরাই দরজা খুলিয়ে ঢুকে পড়েন। গামছা দিয়ে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করছিলেন সেই যুবক। ওকে দ্রুত টুল থেকে নামান পুলিশ কর্মীরা। মানসিক অবসাদের কারণেই এমন সিদ্ধান্ত নিতে চলেছিলেন, এ কথাই জানানো হয়েছে পুলিশের তরফে।





