নয়াদিল্লি: ভেঙে পড়ল দিল্লির একটি মেট্রো স্টেশনের একাংশ। দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনের গোকুলপুরী মেট্রো স্টেশনের একাংশ শুক্রবার সকাল ১১টা নাগাদ ভেঙে পড়ে। ওই মেট্রো স্টেশনের একটি দেওয়াল ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে দিল্লি পুলিশ সূত্রে। এই ঘটনায় ভগ্নস্তূপে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম বিনোদ কুমার (৫৩)। তিনি কারাওয়াল নগরের বাসিন্দা। এই ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ার ঘটনায় চারটি বাইক ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছে বলে জানা গিয়েছে।
VIDEO | CCTV visuals from the Delhi’s Gokulpuri Metro Station when the side slab of the boundary wall collapsed earlier today.#delhimetro pic.twitter.com/Cd2ueHTP3B
— Press Trust of India (@PTI_News) February 8, 2024
সকালের ব্যস্ত সময়ে মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোকুলপুরী এলাকায়। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। বাকি তিনজন আহতেরও চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনার পর এক ম্যানেজার এবং এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা, গুরুতর আহতকে ৫ লক্ষ টাকা এবং কম আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে।
#WATCH | A side slab of the boundary wall at Gokulpuri metro station collapsed today. One person injured in the incident was rushed to a nearby hospital, according to Delhi Fire Service.
At least 3 to 4 persons were injured. One person was trapped under the debris and was… pic.twitter.com/I32zCK2nYQ
— ANI (@ANI) February 8, 2024
এই ঘটনা নিয়ে এক বিবৃতিতে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ বলেছেন, “মেট্রো স্টেশন ভেঙে পড়ার ঘটনার জেরে মৌজপুর এবং শিব বিহারের মধ্যে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। তবে পিঙ্ক লাইনে মেট্রো পরিষেবা অব্যাহত রয়েছে। গোকুলপুরী স্টেশনের আপ প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে।”