Intelligence Alert: এমনি পেড়ে উঠছে না, জেল ভেঙে জঙ্গিদের মুক্তি দেওয়ার ছক! জম্মু-কাশ্মীরে হাই অ্যালার্ট, বাড়ল নিরাপত্তা

Jammu Kashmir: গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা পেতেই জম্মু-কাশ্মীরের জেলগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিআইএসএফের ডিরেক্টর জেনারেল শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রবিবার।

Intelligence Alert: এমনি পেড়ে উঠছে না, জেল ভেঙে জঙ্গিদের মুক্তি দেওয়ার ছক! জম্মু-কাশ্মীরে হাই অ্যালার্ট, বাড়ল নিরাপত্তা
নিরাপত্তায় মুড়ল উপত্যকা।Image Credit source: PTI

|

May 05, 2025 | 9:54 AM

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হানার আশঙ্কা। এবার সন্ত্রাসবাদীদের নিশানায় জম্মু-কাশ্মীরের জেল। সূত্রের খবর, জঙ্গিরা উপত্যকার জেলে হামলা চালানোর পরিকল্পনা করছে। এই খবর পাওয়া মাত্রই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রেই খবর মিলেছে যে শ্রীনগরের সেন্ট্রাল জেল ও জম্মুর কোট বালওয়াল জেলে হামলা চালানোর ছক কষছে জঙ্গিরা। এই জেলগুলিতে বেশ কিছু হাই-প্রোফাইল জঙ্গি ও স্লিপার সেলের সদস্যরা বন্দি রয়েছে। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় এরাই যাবতীয় রসদ দিয়ে, তথ্য সংগ্রহ করে এবং আশ্রয় দিয়ে মদত দিত। তারা জেলবন্দি থাকায় জঙ্গিদের সেনার চোখে ধুলো দিয়ে গতিবিধি চালাতে সমস্যা হচ্ছে। তাই সরাসরি জেলেই হামলা চালিয়ে জঙ্গি ও স্লিপার সেলের সদস্যদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে।

গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা পেতেই জম্মু-কাশ্মীরের জেলগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিআইএসএফের ডিরেক্টর জেনারেল শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রবিবার। ২০২৩ সালে সিআরপিএফের হাত থেকে সিআইএসএফের হাতে জম্মু-কাশ্মীরের জেলগুলির নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল।

এনআইএ সূত্রে খবর, পহেলগাঁও হামলার পর থেকে জঙ্গিরা এখনও দক্ষিণ কাশ্মীরেই লুকিয়ে রয়েছে। তাদের কাছে যথেষ্ট রসদ ও অস্ত্রশস্ত্র মজুত রয়েছে, তাই সহজে জঙ্গলের বাইরে আসছে না জঙ্গিরা।