নয়া দিল্লি: গুজরাট-হিমাচল প্রদেশের নির্বাচন আবহে সরগরম হচ্ছে দিল্লির পুরনির্বাচনও। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে এসে একপ্রস্থ নির্বাচনী প্রচার চালিয়ে গিয়েছেন। রবিবারের বারবেলায় এবার পুরনির্বাচনের ময়দানে দেখা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকেও। সরাসরি বিজেপিকে নিশানা করে একাধিক তোপ দাগলেন অরবিন্দ কেজরীবাল। এ দিন তিনি বলেন, “দিল্লির মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া আটকাতে চায় বিজেপি। কিন্তু তারা শত চেষ্টা করলেও পারবে না।”
দিল্লির পাহাড়গঞ্জে প্রচার করতে গিয়ে কেজরীবাল বলেছেন, ‘বিজেপি যদি এই নির্বাচন জেতে তাহলে রাজ্যর সব উন্নয়নের কাজ বন্ধ করে দেবে।” কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেজরীবালের যুক্তি, “তারা সবসময়ই বলে আমি ফ্রিতে সব দিই, এমন ভাবে বলে যেন আমরা ভিখারি। কেন ‘ফ্রিবি’ (খয়রাতি) বলে ওরা? আসলে ওরা চায় না বিনা পয়সায় বিদ্যুৎ দিতে। কিন্তু কেজরীবাল যতদিন বেঁচে আছে, দিল্লিতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করতে পারবে না।’
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান আপ সুপ্রিমো। তিনি বলেন, “বিজেপি এ নিয়ে কোনও কাজ করেনি। আমরা নির্বাচনে জিতে আসলেই বর্জ্য ব্যবস্থাপনার কাজটা করে দেব।”
বেশ কয়েক বছর ধরেই বিজেপিকে বেশ ভাল লড়াই দিচ্ছে আম আদমি পার্টি। আম আদমি পার্টি দুই রাজ্যে (দিল্লি ও পঞ্জাব) ক্ষমতায় আছে। গুজরাটেও আপের জনপ্রিয়তা লক্ষ্য করা গিয়েছে। গুজরাটের ভোটের ফল আসার একদিন আগেই দিল্লির পুরনিগমের ফল বেরবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু দুই রাজ্যের ভোটের ফল কার্যত একসঙ্গেই বেরবে, তাই পুরনিগম ভোটে আপের ফল নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে। তবে, আপ সরকারের সরকারি পরিষেবা অ্যাডভ্যান্টেজে রাখতে পারে অরবিন্দ কেজরীবালকে।