Mudra Yojana: কেন্দ্রের এই প্রকল্পের সৌজন্যে চাকরি ছেড়ে ব্যবসা করছেন ৬৮ শতাংশ মহিলা
Mudra Yojana: কেন্দ্রীয় সরকারের এই ঋণ প্রকল্পে, মহিলাদের নিজস্ব কাজ করার জন্য ঋণ দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় পুরুষরাও ঋণ পান, তবে পরিসংখ্যান অনুসারে, দেশের মহিলারা এই প্রকল্প থেকে অনেক উপকৃত হয়েছেন।

নয়া দিল্লি: দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প পরিচালনা করে। সেই প্রকল্পগুলির মধ্যে একটি হল ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’। এই প্রকল্পটি সম্প্রতি ১০ বছর পূর্ণ করেছে। সরকার পরিচালিত এই প্রকল্প থেকে শুধুমাত্র পুরুষরা নয়, উপকৃত হয়েছেন বহু মহিলা। নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রয়েছে এই প্রকল্পের। এই প্রকল্পের সুবিধাভোগীদের ৬৮ শতাংশই মহিলা।
প্রধানমন্ত্রী মুদ্রা ঋণের আওতায়, দেশের নাগরিকদের ক্ষুদ্র ব্যবসার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। দেশের মহিলারা এই প্রকল্পে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে, সরকার নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য কোনও সম্পত্তি ছাড়াই ঋণ দিয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই ঋণ প্রকল্পে, মহিলাদের নিজস্ব কাজ করার জন্য ঋণ দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় পুরুষরাও ঋণ পান, তবে পরিসংখ্যান অনুসারে, দেশের মহিলারা এই প্রকল্প থেকে অনেক উপকৃত হয়েছেন। তাদের কোনও সম্পত্তি না থাকলেও তারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পান, যাতে তারা সেলাই ইউনিট, বিউটি পার্লার, খাবারের দোকান এবং খুচরো দোকানের মতো ক্ষুদ্র উদ্যোগ শুরু করতে পারেন।
কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী এই প্রকল্প সম্পর্কে বলেন, “সরকার পরিচালিত এই প্রকল্পের ৬৮ শতাংশ মানুষ মহিলা।” তিনি আরও বলেছেন, “মুদ্রা যোজনার আওতায় ৫২ কোটি মানুষকে ব্যবসা শুরু করার জন্য ৩৩ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের ঋণ দেওয়া হয়েছে। গত ১০ বছরে, আমাদের সরকার ৫২ কোটি মানুষকে ৩৩ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ দিয়েছে।” এই ঋণের পরিসীমা ৫০,০০০ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত। এই প্রকল্পের আওতায়, সারা দেশে ৬৮ শতাংশ মহিলা চাকরি ছেড়ে দিয়ে নিজস্ব ব্যবসা শুরু করেছেন।





